নয়াদিল্লিতে বিধানসভা আসনে ৪৮ বছর পর ফের একবার বিজেপি জয়ী হয়েছে। যে আসনে গত ২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়াল প্রথমবার জিতেছিলেন, সেখানেই এবার হারতে হয়েছে কেজরিওয়ালকে। আর বিজেপির হয়ে নয়াদিল্লিতে পদ্ম ফুটিয়েছেন পরবেশ বর্মা। নয়াদিল্লির এই কঠিন পিচে লড়াইয়ের সময় নিজের দুই মেয়েকে পাশে পেয়েছিলেন পরবেশ। এরই মাঝে পরবেশ নয়াদিল্লি থেকে জিততেই তাঁর আগের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি উঠেছে পরবেশকেই দিল্লির মুখ্যমন্ত্রী করার। এই সবের মাঝে নেটিজেনদের নজর কেড়েছে পরবেশের সঙ্গে তাঁর মেয়ে স্বনিধির একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে বাবা ও মেয়ের কথোপকথন দেখা যাচ্ছে। বাবার 'লুকোনো ট্যালেন্টের' কথা শুনে মেয়ে অবাক হচ্ছেন। (আরও পড়ুন: কেজরিকে হারানো পরবেশের শেয়ারে বিনিয়োগ ৫৩ কোটির, তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানেন?)
আরও পড়ুন: দিল্লিতে হার AAP-এর, SC-তে ঝুলে থাকা সরকার বনাম LG-র মামলাগুলির এবার কী হবে?
ভাইরাল ভিডিয়োটি গত ২০ জানুয়ারির। তাতে দেখা যাচ্ছে, পরবেশ এবং স্বনিধি রাস্তা দিয়ে হাঁটছেন ও গল্প করছেন। পরবেশ মেয়েকে তাঁর এক পুরনো অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। উত্তরাখণ্ডের একটি উৎসবে গিয়ে তাঁর নাচের গল্প শোনাচ্ছিলেন পরবেশ। যা শুনে স্বনিধিকে অবাক হতে দেখা যায়। বাবাকে প্রশ্ন করতে দেখা যায়, 'তুমি নাচতেও পারো?' এরপরই সেই ভিডিয়োতে উত্তরাখণ্ডে পরবেশের নাচের মুহূর্ত ফুটে ওঠে। (আরও পড়ুন: ৫ বছর পর কমল রেপো রেট; ৫ লাখ, ৭ লাখ বা ১০ লাখের গাড়ির ঋণে কত EMI বাঁচতে পারে?)
নয়াদিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে চর্চায় উঠে এসেছেন তিনি। তবে তিনি মুখ্যমন্ত্রী হবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর আগে বিদায়ী স্পিকারকে হারিয়ে ২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে জিতেছিলেন পরবেশ। তবে এক বছর পরেই তাঁকে লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছিল। সেই চ্যালেঞ্জেও সফল হয়েছিলেন। বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন পরবেশ। পাঁচ বছর পরে ওই আসন থেকেই ৫.৭৮ লাখ ভোটে জিতেছিলেন। যদিও ২০২৪ সালে লোকসভা নির্বাচনে লড়াই করেননি। কারণ বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এদিকে বাবার জয়ের পর মেয়ে স্বনিধি বলেছিলেন, 'আমরা সবাই খুব খুশি। আগামী পাঁচ বছর দিল্লির জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য দিল্লির মানুষকে ধন্যবাদ জানাতে চাই। নয়াদিল্লির মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমাদের আশীর্বাদ করেছেন। সমর্থন করেছেন।' বাবা মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে স্বনিধি জানান, দল যে পদক্ষেপ গ্রহণ করবে, সেটাই মেনে চলবেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিনবার জিতেছিলেন কেজরিওয়াল। কিন্তু চতুর্থবারে সফল হলেন না। বরং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে ৪৮ বছর পরে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটালেন পরবেশ। বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৪,০৪৯ ভোটে পরাজিত হন কেজরিওয়াল। ২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে শীলা দীক্ষিতকে হারিয়ে লাইমলাইটে চলে এসেছিলেন কেজরিওয়াল। ২৫,০০০-র বেশি ভোটে কংগ্রেসের 'মুখ'-কে হারিয়ে দিয়েছিলেন। দু'বছর পরে জয়ের মার্জিন আরও বাড়িয়েছিলেন। জিতেছিলেন প্রায় ৩২,০০০ ভোটে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের জয়ের মার্জিন ছিল ২১,৬৮৭। সেখান থেকে ২০২৫ সালে হেরে গেলেন কেজরিওয়াল। তাই তাঁকে হারানো পরবেশকে নিয়ে জল্পনা তুঙ্গে।