বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP Result on Reserved Seats: একের পর এক এসসি-এসটি সংরক্ষিত আসনে গোহারা হারল বিজেপি, ৭৭ থেকে নেমে এল ৫৫তে

BJP Result on Reserved Seats: একের পর এক এসসি-এসটি সংরক্ষিত আসনে গোহারা হারল বিজেপি, ৭৭ থেকে নেমে এল ৫৫তে

নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। (AP Photo/Manish Swarup, File) (AP)

উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটক, বিহার, পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ সর্বত্র এই সংরক্ষিত আসনগুলিতে ধাক্কা খেল বিজেপি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কর্ণাটক রাজস্থান ও বাংলায় অন্তত ১০টি এসটি আসন হারিয়েছে বিজেপি।

এবার ২০২৪ সালের ফলাফলকে ঘিরে দেশের রাজনীতি নানা চমকপ্রদ দিক উঠে এসেছে। এবার দেখা যাচ্ছে সংরক্ষিত আসনগুলিকে বিজেপির ফলাফল বেশ খারাপ হয়েছে। ৭৭ আসন থেকে ৫৫ আসনে নেমে এসেছে বিজেপি। ১৩১টি আসন হল মোট তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। আর সেখানেই বড় ধাক্কা খেল বিজেপি। 

সবথেকে বড় বিষয় হল বিজেপি সব মিলিয়ে এই সংরক্ষিত আসনে অন্তত ১৯টি আসন হারিয়েছে গেরুয়া শিবির। সেখানে তারা বিরাট ধাক্কা খেয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটক, বিহার, পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ সর্বত্র এই সংরক্ষিত আসনগুলিতে ধাক্কা খেল বিজেপি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কর্ণাটক রাজস্থান ও বাংলায় অন্তত ১০টি এসটি আসন হারিয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস কংগ্রেস অন্তত ১২টি আসনে এগিয়ে গিয়েছে এসসি সিটের ক্ষেত্রে আর এসটি আসনের মধ্য়ে সাতটিতে তারা জয়ী হয়েছে। 

দ্য় হিন্দুর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এই সমস্ত সংরক্ষিত আসনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ আসন যেমন ঝাড়খণ্ডের খুন্তি, যেখানে কংগ্রেসের কালিচরণ মুন্ডা প্রাক্তন ঝাড়খণ্ড সিএম অর্জুন মুন্ডাকে দেড় লাখ ভোটে হারিয়ে দিয়েছেন। রাজস্থানে বাঁশওয়ারা আসনটি এসটি সংরক্ষিত। সেখানে কুপোকাত বিজেপি। ভারত আদিবাসী পার্টি ২.৫ লাখ ভোটে জয়ী হয়েছে। 

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি অন্তত ৭৭টি সংরক্ষিত আসনে জিতেছিল। এগুলি এসসি-এসটিদের জন্য় সংরক্ষিত ছিল। সেগুলিতে জিতেছিল বিজেপি। আর ২০১৯ সালে কংগ্রেস মাত্র সাতটি এসসি ও এসটি সিটে জিতেছিল। এবার তারাই ৩২টি এই ধরনের সংরক্ষিত আসনে জিতে গিয়েছে। 

সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল উত্তরপ্রদেশে। সেখানে বিজেপির এই সংরক্ষিত আসনে কার্যত ধস নেমেছে। তারা ওই রাজ্যের ৬টি সংরক্ষিত আসন হারিয়েছে। 

এবার সব মিলিয়ে ৫৫টি সংরক্ষিত আসনে জয় পেয়েছে বিজেপি। তার মধ্য়ে ২৫টি হল এসটি সংরক্ষিত আসন। আর ২০১৯ সালে তারা ৩২টি এসটি সংরক্ষিত আসনে জিতেছিল। আর এবার ৩০টি এসসি আসনে তারা জিতেছে। ২০১৯ সালে তারা ৪৫টি এসসি সংরক্ষিত আসনে জিতেছিল। 

এবার একের পর এক এসসি-এসটি সংরক্ষিত আসনে ধাক্কা খেয়েছে বিজেপি। বলা ভালো একেবারে ভয়াবহ পরিস্থিতি। কিন্তু কেন এভাবে তারা পিছিয়ে পড়া মানুষদের মন জয়ে ব্যর্থ হল তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার সংরক্ষণ নিয়ে বিজেপির নানা ধরনের কথায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকে। তার প্রভাবও পড়তে পারে ইভিএমে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভিডিয়ো: এ কেমন শট! সঞ্জু স্যামসনের এই ছক্কা দেখে অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রী এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তার, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা আর্শদীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি বিষ্ণোই, বললেন ছোটখাটো কৃতিত্ব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.