বাংলা নিউজ > ঘরে বাইরে > MLA caught watching Porn: বিধানসভায় গোপনে পর্ন দেখার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে! অধিবেশন চলাকালীন কী ঘটল?

MLA caught watching Porn: বিধানসভায় গোপনে পর্ন দেখার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে! অধিবেশন চলাকালীন কী ঘটল?

যাদবলাল দেবনাথের বিরুদ্ধে বড় অভিযোগ।

ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, খুব শিগগির দলের তরফে যাদবলাল দেবনাথের কাছে এই বিষয়ে একটি নোটিস পাঠানো হবে। গোটা ঘটনার ব্যাখ্যা তাঁর কাছ থেকে চাওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ত্রিপুরায় ভোটের আগে থেকেই বিজেপির মধ্যে দলীয় কোন্দলের নানা রিপোর্ট মিডিয়ায় উঠে আসে।

য়েরবিধানসভায় অধিবেশন চলাকালীন পর্ন ফিল্ম দেখার অভিযোগ উঠল ত্রিপুরার বিজেপি বিধায়ক যাদবলাল দেবনাথের বিরুদ্ধে। এক ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, তিনি মোবাইলে এক আপত্তিকর ক্লিপ দেখছিলেন। ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। 

ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, খুব শিগগির দলের তরফে যাদবলাল দেবনাথের কাছে এই বিষয়ে একটি নোটিস পাঠানো হবে। গোটা ঘটনার ব্যাখ্যা তাঁর কাছ থেকে চাওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ত্রিপুরায় ভোটের আগে থেকেই বিজেপির মধ্যে দলীয় কোন্দলের নানা রিপোর্ট মিডিয়ায় উঠে আসে। কোন্দল ঘিরে নানান জল্পনাও ছিল। তারই মাঝে বিধানসভা ভোটে বিজেপি জয় ছিনিয়ে নিয়ে সরকার গঠনের পথ নেয়। এদিকে, বিজেপির সেই জয়ের পর নতুন করে অস্বস্তি শুরু হয়েছে যাদবলাল দেবনাথের এই ভিডিয়ো ক্লিপ ঘিরে। বিধানসভা অধিবেশনের মাঝে তাঁর পর্ন দেখার এই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হতেই তা নিয়ে ধিক্কার উঠে আসে নেটিজেনদের তরফে। (বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধে আমদানি শুল্কে ছাড় ঘোষণা কেন্দ্রের )

('ধন্যবাদ জার্মানির বিদেশমন্ত্রক',রাহুলকে নিয়ে বার্লিন মুখ খুলতেই টুইট দিগ্বিজয়ের )

(কর্ণাটকে কি এবার কংগ্রেসের বিজয় ডঙ্কা বাজবে? জনমত সমীক্ষার পরিসংখ্যান একনজরে)

উল্লেখ্য, আইএএনএসের তথ্য অনুযায়ী, সদ্য ত্রিপুরা বিধানসভার অধিবেশন ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলেছে। সেই সময়ের মধ্যেই এই ঘটনা ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। এই তিনদিনের মধ্যে এমন পর্ন দেখার ঘটনা ঘটে গিয়েছিল বলে জানা গিয়েছে। ত্রিপুরায় বিরোধী নেতা অনিমেষ দেববর্মা বলছেন, জনপ্রিতিনিধিরা দায়িত্ববান নাগরিক হন। তাঁদের কর্মকাণ্ড সমাজে যাতে কুপ্রভাব না ফেলে সেদিকে সতর্ক থাকা প্রয়োজন। দেববর্মার দাবি, এই ইস্যুতে যাতে সঠিক পদক্ষেপ সরকার নেয়। সিপিএম ও কংগ্রেস বিজেপি বিধায়কের এই কাণ্ডের ব্যাপক সমালোচনা করেছেন। ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। কংগ্রেসের ব্রিজনাথ সিনহা বলছেন, বিধানসভায়  অধিবেশন চলাকালীন মোবাইল ব্যবহার নিয়ে বিধি রয়েছে। সেই বিধি সকলের মেনে চলা উচিত। কংগ্রেস নেতা বলছেন, ‘এরপরও দেববর্মা পর্ন দেখছিলেন বিধানসভায়। যা কক্ষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন