পুনাওয়ালাকে ডাকাতের সঙ্গে তুলনা, সেরাম অধিগ্রহণের দাবি বিজেপি বিধায়কের
1 মিনিটে পড়ুন . Updated: 22 Apr 2021, 07:49 PM IST- সেরাম ইনস্টিটিউটকে অধিগ্রহণ করুক কেন্দ্রীয় সরকার, দাবি গোরক্ষপুরের বিজেপি বিধায়কের।
করোনা রোধক টিকার নয়া দাম নিয়ে সম্প্রতি ঘোষণা করেন সেরাম ইনস্টিটিউটের সিইও। তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকারকে সেরাম থেকে ডোজ প্রতি ৪০০ টাকা দিয়ে কিনতে হবে। তাছাড়া বেসরকারি হাসপাতালকে ডোজ প্রতি ৬০০ টাকা করে দিতে হবে। এই ঘোষণার পরই সেরামের এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দলের নেতারা। তবে এবার সেরামের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপিরই এক বিধায়ক।
এদিন স্বামীনাথন কমিশনের ফর্মুলা উল্লেখ করে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে টুইট বার্তায় দাবি জানান, সেরাম ইনস্টিটিউটকে অধিগ্রহণ করুক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি সংস্থার সিইও আদার পুনাওয়ালাকে ডাকাতের সঙ্গে তুলনা করেন ডঃ রাধা মোহন দাস।
এদিন টুইট বার্তায় রাধা মোহন দাস লেখেন, 'আদর পুনাওয়ালা আপনি একজন ডাকাতের থেকেও বাজে। প্রধানমন্ত্রী, অমিত শাহ, বিএল সন্তোষ এবং ডঃ হর্ষ বর্ধনের কাছে আমার আবেদন মহামারী আইন প্রয়োগ করে তাঁর এই কারখানাকে অধিগ্রহণ করা হোক।'
এদিকে এদিন কেন্দ্র ও রাজ্যে কোভিড টিকার এক দাম রাখার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত এখটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীও। তরুণদের টিকাকরণ নিয়ে বৈষম্যের পাশাপাশি টিকার দাম নিয়েও যে বৈষম্য তৈরি হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সোনিয়া।