উত্তরপ্রদেশে এক বিজেপি বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়ক বলেছেন, যারা ভোট দেননি, তাদের জন্য তিনি কাজ করবেন না। বিজনোরের নাহতৌর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ওম কুমারকে রবিবার একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে তিনি এমন কথা বলতে পারলেন? তাই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: ভোট বাতিলের দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপির পরাজিত প্রার্থী অরূপকান্তি
ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিজেপি বিধায়কের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে বিধায়ককে বলতে শোনা যায়, ‘এখন আমি এমন কারও জন্য কাজ করব না যে ভোট দেয়নি।’ বিধায়ক বলেন, ‘এখন সবকা সাথ সবকা বিকাশ চলবে না। যারা ভোট দেয়নি এর মাশুল তাদের দিতে হবে। যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাকে ভোট দেয়নি তাদের সঙ্গেও আমি সেরকম আচরণ করব।’ বিধায়কের দাবি, শুধু একটি ধর্মের মানুষ তাঁকে ভোট দেয়নি। তারা ভোট না দিয়ে গুন্ডামি করার লাইসেন্স পেতে চাইছে। তবে তা হতে দেওয়া যাবে না।
অন্যদিকে, সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যেসমস্ত আধিকারিকরা বিজেপি কর্মীদের কথা শুনবেন না তিনি জেলায় থাকবেন না। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সরকারি আধিকারিককে অপসারণের জন্য যা করা দরকার আমি করব।’ এছাড়াও বিধায়ক নাগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদকেও নিশানা করেছেন। বিজেপি বিধায়ক বলেন, যে তাঁর যদি ক্ষমতা থাকে তাহলে কানওয়ার যাত্রা বন্ধ করে দেখান।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নাগিনা থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন ওম কুমার। তবে সমাজবাদী পার্টির চন্দ্রশেখর আজাদের কাছে হেরে যান তিনি। এক সপ্তাহ আগে নামাজ ও কানওয়ার যাত্রা নিয়ে বক্তব্য রেখেছিলেন চন্দ্রশেখর। তিনি ইদের নামাজের সঙ্গে কানওয়ার যাত্রার তুলনা টেনে বলেছিলেন, যদি কানওয়ার যাত্রার জন্য ২০ দিন দোকান, হাসপাতাল, রাস্তাঘাট বন্ধ থাকতে পারে, তাহলে ইদের নামাজের জন্য রাস্তা ২০ মিনিটের জন্য কেন বন্ধ রাখা যাবে না। উল্লেখ্য, ওম কুমার হলেন তিনবারের বিধায়ক। এর আগে ২০১২ সালে, তিনি বিএসপির টিকিটে নাহতৌর বিধানসভা আসন থেকে বিধায়ক হয়েছিলেন। তিনি ২০১৭ সালের নির্বাচনে বিজেপির সঙ্গে লড়ে জিতেছিলেন। পরে ২০২২ সালেও তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন।