বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP MLA Arrested for Comment on Prophet: হজরত মহম্মদের বিরুদ্ধে ‘বিতর্কিত মন্তব্যে’র জের, গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক

BJP MLA Arrested for Comment on Prophet: হজরত মহম্মদের বিরুদ্ধে ‘বিতর্কিত মন্তব্যে’র জের, গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক

বিজেপি বিধায়ক টি রাজা সিং (HT_PRINT)

অভিযোগ, তাঁর ১০ মিনিটের একটি ভিডিয়োতে নবি মহম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন রাজা সিং। কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করে এই ভিডিয়ো পোস্ট করেছিলেন রাজা।

হজরত মহম্মদের নামে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপি বিধায়ককে। তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে আজ সকালে হায়দরাবাদে গ্রেফতার করা হল। গতকাল রাতে বিজেপি নেতার গ্রেফতারি চেয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তাঁর বিরুদ্ধে নবিকে অপমান করার অভিযোগ উঠেছিল। এর জন্য আজ তাঁকে গ্রেফতার করা হয়।

হায়দরাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছেন, ধর্মীয় বিশ্বাসের আঘান হানা এবং অবমাননাকর মন্তব্য করার জন্য সংশ্লিষ্ট আইনি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস এবং হায়দরাবাদের অন্যান্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল বিজেপি বিধায়কের গ্রেফতারির দাবিতে।

আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, SC-তে করা আবেদন নিয়ে বিবেচনা করবেন CJI

অভিযোগ, তাঁর ১০ মিনিটের একটি ভিডিয়োতে নবি মহম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন রাজা সিং। কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করে এই ভিডিয়ো পোস্ট করেছিলেন রাজা। প্রসঙ্গত, হায়দরাবাদে ফারুকির শো আটকানোর ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন রাজা। এই আবহে অভিযোগ, নিজের ভিডিয়োতে ফারুকির বিরুদ্ধে বয়ান দিতে গিয়ে হজরত মহম্মদকে অপমান করে বসেন টি রাজা সিং।

ইউটিউবে পোস্ট করা ভিডিয়োতে বিজেপি বিধায়ক টি রাজা সিং বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শহরের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন। সেই সময়ই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। এদিকে বিজেপি নেতার অভিযোগ ছিল, ফারুকি তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন। তবে এখন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নিজেই কারাগারে বিজেপি নেতা। এর আগে গত সপ্তাহে হায়দরাবাদে ফারুকির অনুষ্ঠান ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন টি রাজা সিং৷ সেই সময় তাঁর নিজের বাড়িতে তাঁকে প্রিভেনটিভ কাস্টডিতে রাখা হয়েছিল৷

বন্ধ করুন