সোনা পাচারকাণ্ডে ধৃত রানিয়া রাওকে নিয়ে বেলাগাম মন্তব্য বিজেপির বিধায়ক বাসনগৌড়া পাতিল ইয়াতনালের। এই মামলাটি নিয়ে ইতিমধ্যেই কর্ণাটকের রাজনীতিতে জোর তরজা চলছে। বিজেপি এবং কংগ্রেস একে অপরের দিকে আঙুল তুলে যাচ্ছে। এরই মাঝে রানিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক। এই আবহে ইয়াতনাল দাবি করেছেন, এই মামলায় জড়িত আছেন কংগ্রেসের একাধি কমন্ত্রী। বিজেপি বিধায়কের কথায়, এই মামলায় মন্ত্রীসহ জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি সংগ্রহ করেছেন এবং আসন্ন বিধানসভা অধিবেশনে জড়তিদের মুখোশ উন্মোচন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। (আরও পড়ুন: বালোচ মহিলার হামলায় 'মুখ লাল' পাক সেনার, পরপর আঘাত কালাট থেকে চমন, মৃত বহু)
আরও পড়ুন: পাক ISI-এর নির্দেশেই পঞ্জাবের মন্দিরে বিস্ফোরণ? এনকাউন্টারে মৃত অভিযুক্ত
বিজেপি বিধায়ক বলেন, 'কারা তাকে নিরাপত্তা ছাড়পত্র পেতে সহায়তা করেছিল এবং কীভাবে সোনা পাচার করা হয়েছিল সে সম্পর্কে আমি সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছি। অধিবেশনে সব কিছু উন্মোচন করব। দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা কি কাউকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বলে রক্ষা করতে পারি?' কাস্টমস আধিকারিকদের গাফিলতির দিকেও ইঙ্গিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন এই বিজেপি নেতা। তিনি বলেন, 'কর্মকর্তাদের ত্রুটি ছিল, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তার (রানিয়া রাও) সারা শরীরে সোনা ছিল, যেখানে যেখানে তাঁর ফুটো ছিল সেখানেই লুকিয়ে রেখে সোনা পাচার করতেন তিনি।' (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে আরও তদন্তের দাবিতে মামলা শুনতে পারবে HC? বড় নির্দেশ SC-র)
আরও পড়ুন: গুলি মেরে চলে গেল! পাকিস্তানে এবার বিমানবন্দরে রহস্যজনক ভাবে খুন ইসলামি প্রচারক
কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী রানিয়া রাওয়ের সোনা পাচার মামলার তদন্তে এখনও পর্যন্ত একাধিক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছিল, তিনি ১০ কিলোর বেশি সোনা উরুতে পেঁচিয়ে নিয়ে ভারতে নিয়ে এসেছিলেন। রিপোর্ট অনুযায়ী, রানিয়া রাও ডিআরআই তদন্তকারীদের জানিয়েছেন যে তার কাছে মোট ১৭টি সোনার বার ছিল। এছাড়াও তিনি দুবাইসহ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলিও ভ্রমণ করেছেন। বলা হচ্ছে, প্রতিটি ভ্রমণ থেকে তিনি প্রায় ১২ লক্ষ টাকা আয় করতেন। এই মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১৭.২৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ডিআরআই আধিকারিকরা জানান, বিমানবন্দরে ৩৪ বছর বয়সী অভিনেত্রীর কাছ থেকে ১২.৫৬ কোটি টাকার সোনার বার বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং মোট ২.৬৭ কোটি টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। (আরও পড়ুন: SC-র বিচারপতি হিসেবে শপথ জাস্টিস বাগচীর, ক'দিনের মেয়াদে ২০৩১-এ CJI হবেন তিনি?)
এই অভিনেত্রী নিজের উরুতে টেপ এবং ব্যান্ডেজের সাহায্যে ১৪টি সোনার বার লাগিয়ে এনেছিলেন ভারতে। তা লুকানোর জন্য প্যান্ট পরেছিলেন তিনি। সোনা পাচারের জন্য রানিয়া বিশেষ ভাবে পোশাক তৈরি করাতেন। এমন বেশ কয়েকটি জ্যাকেট বানিয়েছিলেন তিনি, যেগুলিতে সহজেই নজর এড়িয়ে সোনা পাচার করা যায়। এছাড়াও তাঁর কাছে ছিল বিশেষ ভাবে তৈরি রিস্ট বেল্ট। তাতে করেও সোনা পাচার করতেন তিনি। (আরও পড়ুন: পাকিস্তানকে তোপ, তবে পূর্বের প্রতিবেশী নিয়ে মার্কিন পডকাস্টারকে কী বললেন মোদী?)
উল্লেখ্য, 'মাণিক্য' (২০১৪) সিনেমাতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করার জন্য পরিচিত রানিয়া রাও। এছাড়া আরও কয়েকটি দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে ১০১৬ সালে তামিল সিনেমা 'ওয়াঘা' এবং ২০১৭ সালের কন্নড় সিনেমা 'পটাকি' আছে। এদিকে রানিয়া রাও হলেন আইপিএস অফিসার কে রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে। রামচন্দ্র বর্তমানে কর্ণাটক স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর জেনারেল। তাঁকে আপাতত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।