বাংলা নিউজ > ঘরে বাইরে > JPC on Waqf Bill: বুধেও ওয়াকফ-বৈঠক বয়কট বিরোধীদের, তারপরই JPC-র মেয়াদ বৃদ্ধির দাবি বিজেপি সাংসদের!

JPC on Waqf Bill: বুধেও ওয়াকফ-বৈঠক বয়কট বিরোধীদের, তারপরই JPC-র মেয়াদ বৃদ্ধির দাবি বিজেপি সাংসদের!

গত ২৫ নভেম্বর ওম বিড়লার সঙ্গে দেখা করেন ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত জেপিসি-র সদস্যরা। (ANI Photo)

এর আগে, মঙ্গলবারই বিরোধী শিবিরের সাংসদরা ওম বিড়লার কাছে একই আবেদন রেখেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, 'যুক্তিযুক্ত' কারণেই জেপিসি-র সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

ওয়াকফ সংশোধনী বিলের প্রস্তাবগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা আরও বাড়ানোর আবেদন করলেন বিজেপি সাংসদ তথা সংশ্লিষ্ট যৌথ সংসদীয় কমিটির সদস্য অপরাজিতা সারাঙ্গি। বুধবার বিকেলে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে এই আবেদন জানান।

তাঁর আর্জি, ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত জেপিসি-র মেয়াদ আগামী বছরের জুলাই মাস, অর্থাৎ সংসদের পরবর্তী বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত বর্ধিত করা হোক।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিলের বেশ কিছু প্রস্তাব নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে। সেই কারণেই সেগুলি খতিয়ে দেখতে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি গঠন করা হয়।

এর আগে, মঙ্গলবারই বিরোধী শিবিরের সাংসদরা ওম বিড়লার কাছে একই আবেদন রেখেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, 'যুক্তিযুক্ত' কারণেই জেপিসি-র সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অপরাজিতা সারাঙ্গির দলীয় সহকর্মী তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও বিরোধী সাংসদদের আবেদনে সহমত পোষণ করেছেন।

উল্লেখ্য, এর আগে ওয়াকফ সংশোধনী বিলের জন্য গঠিত জেপিসি-র চেয়ারম্যান জগম্বিকা পালের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

তাঁদের অভিযোগ ছিল, নির্ধারিত সময়সীমার মধ্যে, অর্থাৎ ২৯ নভেম্বরের মধ্যে জেপিসি-র কার্যাবলী শেষ করতে জোর করছেন জগদম্বিকা। তাই, বুধবার বিজেপি সাংসদ সারাঙ্গির তরফে জেপিসি-র মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে বুধবারও ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত জেপিসি-র বৈঠক থেকে রেগে বেরিয়ে আসেন বিরোধীরা। তাঁরা বলেন, বৈঠকে কার্যাবলী চালানোর নামে ছেলেখেলা হচ্ছে!

বিরোধী সাংসদরা বৈঠকের মাঝপথে বেরিয়ে এসে জানান, জগদম্বিকা পাল ২৯ নভেম্বরের মধ্য়েই কমিটির রিপোর্ট পেশ করতে চলেছেন। সেই কারণেই তাঁরা বৈঠক বয়কট করেছেন।

ঠিক এই ঘটনার পরই বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি জেপিসি-র মেয়াদ বাড়ানোর দাবি নিয়ে লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হন বলে দাবি সূত্রের।

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত জেপিসি-র বৈঠকে এখনও পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। একাধিকবার নানা কারণে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিরোধী সাংসদরা। কখনও আবার পুনরায় সেই বৈঠকে যোগও দিয়েছেন তাঁরা।

বৈঠক চলাকালীন সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে শুরু করে ঝগড়া পর্যন্ত হয়েছে। এমনকী, কথা কাটাকাটির জেরেই জেপিসি-র বৈঠক চলাকালীন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ জগদম্বিকা পালের দিকে কাচের বোতল ছোড়েন বলে অভিযোগ! তার জেরেই নাকি তাঁর আঙুল কেটে যায়!

তারপরও জগদম্বিকার ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনা থামেনি। এমনকী, জেপিসি-তে যেভাবে 'পঞ্চসখা বাণী প্রচার' নামে ওডিশার একটি সংগঠনের প্রতিনিধিদের ডেকে তাঁদের শুনানির আওতায় আনা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বিরোধীদের বক্তব্য, ওডিশার ওই সংগঠনের সঙ্গে ওয়াকফ আইন বা সংশ্লিষ্ট সংশোধনী বিলের কোনও সম্পর্কই নেই। তাহলে তাদের কেন এই শুনানির অন্তর্ভুক্ত করা হল?

এই প্রেক্ষাপটে বিরোধী সাংসদরা ওম বিড়লাকে চিঠি লিখে জানান, তাঁরা ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত জেপিসি থেকে নিজেদের সরিয়ে নেবেন। কারণ, জগদম্বিকা পাল নিজের খেয়াল-খুশি মতো যা ইচ্ছা, তাই করছেন। একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিরোধীদের প্রতিবাদ ধামাচাপা দিয়ে যেকোনও মূল্যে সংশোধনী বিল পাস করাতে চাইছেন।

পরবর্তী খবর

Latest News

জ্যোতি বসু রিসার্চ সেন্টারে মমতার থাকায় ধোঁয়াশা, বিমানের কী বক্তব্য?‌ আইনের সাধারণ বিষয় না জেনেও কেন্দ্রের হয়ে লড়েন কেন? PMLA মামলায় ভর্ৎসনা আদালতের ‘সরানো হয়নি ওকে, নিজেই সরে গেছিল’! সিডনি টেস্ট নিয়ে রোহিতের পাশে বোর্ড কর্তা সকাত চৌথের দিন শুক্রর গুরুর নক্ষত্রে প্রবেশ, ৩ রাশির বদলাবে সময়, আসবে নতুন সুযোগ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে ‘উন্নয়ন ফি’ নেওয়ার অভিযোগ TMCর বিরুদ্ধে বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনার ‘ইমার্জেন্সি’! মুক্তিযুদ্ধ দেখানোই কি এর কারণ Honey Benefits: মধুর ৫ উপকারিতা, এভাবে খান রোজ সকালে TMC কাউন্সিলর প্রত্যক্ষ মদতে তৈরি হয়েছিল হেলে পড়া বেআইনি বহুতল, দাবি স্থানীয়দের BGTতে ব্যর্থ হয়ে একযোগে রঞ্জিতে নামছেন পন্ত-গিলরা! যশস্বী খেলবে, বিরাট কি নামবে? আসছে সকাত চৌথ, জেনে নিন দিনক্ষণ তিথি পুজোর শুভ সময় ও চন্দ্রোদয়ের মুহূর্ত

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.