শচিন সাইনি
ভরতপুরের বিজেপি সাংসদ রঞ্জিতা কোলির উপর হামলার অভিযোগ। রবিবার গভীর রাতে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। এই হামলার সঙ্গে খাদান মাফিয়ারা যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
ঘটনার পরেই ধরনায় বসে পড়েন রাজস্থানের ওই বিজেপি সাংসদ। তবে এসপির কাছ থেকে আশ্বাস পেয়ে তাঁরা ধরনা তুলে নেন। অতিরিক্ত পুলিশ সুপার রঘুবীর কাবিয়া জানিয়েছেন, এমপির অভিযোগ তিনি দিল্লি থেকে ফিরছিলেন। যখন তিনি লোডেড ট্রাক আটকানোর চেষ্টা করেন তখন ইট পাটকেল ছোঁড়া হয় বলে তিনি জানিয়েছেন।
বিজেপির ওই মহিলা সাংসদের দাবি, কামান এলাকায় অবৈধ খাদান রয়েছে বলে সাধারণ মানুষ আমাকে জানিয়েছিল। সেখানে গিয়ে দেখি শ'খানেক ট্রাক বেরিয়ে যাচ্ছে। আমি ভাইকে বলি ট্রাকগুলি দাঁড় করাও। তখনই ওরা আমার গাড়ি ভেবে পাথর ছুঁড়তে শুরু করে।
এনিয়ে চারবার আমার উপর হামলা হল। আমি জানি না প্রশাসন কী ব্য়বস্থা নিচ্ছে? ২০২১ সালেও তিনি অভিযোগ করেছিলেন, তাঁর উপর খাদান মাফিয়ারা হামলা চালিয়েছে।
এনিয়ে বিরোধী দলের উপনেতা রাজেন্দ্র রাঠোর জানিয়েছেন, যখন নির্বাচিত জনপ্রতিনিধির উপর হামলা হচ্ছে তখন সাধারণ মানুষের কী অবস্থা! এই ঘটনায় যুক্তদের গ্রেফতার করতেই হবে।