বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP MP on Killing Stray Dogs: 'কোনও সহানুভূতি না দেখিয়ে মেরে ফেলতে হবে পথ কুকুরদের', বিস্ফোরক বিজেপি সাংসদ

BJP MP on Killing Stray Dogs: 'কোনও সহানুভূতি না দেখিয়ে মেরে ফেলতে হবে পথ কুকুরদের', বিস্ফোরক বিজেপি সাংসদ

প্রতীকী ছবি

শনিবার মাইসোর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে দেখা করার পরে মিডিয়ার মুখোমুখি হন প্রচাপ। তিনি বলেন, ‘পশুপ্রেমীদের কারণে আমরা কোনও ব্যবস্থা নিতে পারছি না। পথ কুকুর যখন তাদের (পশুপ্রেমীদের) বাচ্চাদের কামড়াবে, তখন তারা সমস্যাটি বুঝতে পারবে।’

'পথ কুকুরের আতঙ্ক শেষ করার একমাত্র উপায় হল তাদের কোনও সহানুভূতি না দেখিয়ে হত্যা করা', এমনই অসংবেদনশীল মন্তব্য করে এখন তোপের মুখে পড়েছেন মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিংহ। সাম্প্রতিককালে ভারতের বহু জায়গায় পথ কুকুরদের হামলায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। গতবছর নয়ডাতে পথ কুকুরদের হামলার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছিল। এদিকে সম্প্রতি হায়দরাবাদে একটি ৪ বছরের ছেলেকে পথ কুকুররা টেনে হিঁচড়ে মেরে ফেলে। এই আবহে পথ কুকুরদের মেরে ফেলার নিদান দিয়ে পশু প্রেমীদের তোপের মুখে পড়লেন কর্ণাটকের সাংসদ। (আরও পড়ুন: '৫২ বছর বয়সে আজও আমার নিজের বাড়ি নেই', ছোটবেলার স্মৃতিচারণায় রাহুল গান্ধী)

শনিবার মাইসোর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে দেখা করার পরে মিডিয়ার মুখোমুখি হন প্রচাপ। তিনি বলেন, 'পশুপ্রেমীদের কারণে আমরা কোনও ব্যবস্থা নিতে পারছি না। পথ কুকুর যখন তাদের (পশুপ্রেমীদের) বাচ্চাদের কামড়াবে, তখন তারা সমস্যাটি বুঝতে পারবে। পথ কুকুরকে খাওয়ানো কোনও উপকার নয়। এটি এমন কোনও বড় সমাজসেবা নয়। তারা (পশুপ্রেমীরা) তারা এটাকে বাড়িয়ে দেখায় এবং প্রচার করে। সমস্যা সমাধানের জন্য আমাদের পথ কুকুরগুলোকে মারতে হবে।' এদিকে সাংসদের এহেন মন্তব্যের সমালোচনা করে 'পিপল ফর অ্যানিম্যালস' নামক একটি বেসরকারী সংস্থা। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে একটি পোস্ট করে লেখা হয়, 'এটাকে একটা ঘৃণা ছড়ানো বক্তৃতা হিসাবে চিহ্নিত করা উচিত। কোনও কারণ ছাড়াই পশুদের বিরুদ্ধে সহিংসতা ছড়াতে এই মন্তব্য করা হয়েছে।'

এদিকে প্রতাপ জানান, তিনি পুর কর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে রাস্তার ধারে কোথাও খাবার না ফেলা হয়। কোনও রেস্তোরাঁও যেন খোলা জায়গায় খাবার না ফেলে, তা নিশ্চিত করতে বলেছেন তিনি। পথ কুকুররা যাতে খাবার না পায়, এর জন্যই এই নিদান দিয়েছেন বিজেপি সাংসদ। প্রতাপের কথায়, 'সংবাদমাধ্যমও পথ কুকুরদের হামলার ঘটনা তুলে ধরে। বাঘ এবং হাতির ক্ষেত্রে এরকম এক বা দুটি বাচ্চা হয়। কুকুরদের তো প্রায় ১০টি করে ছানা থাকে। তাদের কোনও প্রকার সহানুভূতি ছাড়াই নির্মূল করা উচিত।' পাশাপাশি তিনি এও বলেন, 'সংবাদমাধ্যমের উচিত, পথ কুকুরদের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ করছি, তা মিডিয়াতে তুলে না ধরা। যদি সংবাদমাধ্যম এই বিষয়ে কয়েকদিন চুপ থাকে, তাহলে আমরা আমাদের কাজ করে ফেলতে পারব।'

বন্ধ করুন