আগামী দিনে লোকসভায় নাকি বিরোধী দলনেতার ভূমিকায় রাহুল গান্ধীকে নাও দেখা যেতে পারে! শুক্রবার এমনটাই দাবি করেছে বিজেপি। তাদের বক্তব্য, রাহুল গান্ধীর 'পারফরম্যান্স' দেখে নাকি হতাশ INDIA জোট। সেই কারণেই তাঁর বদলে অন্য কাউকে লোকসভার বিরোধী দলনেতা করা হতে পারে।
এমনকী, বিজেপির তরফে বিরোধী গোষ্ঠীকে প্রস্তাবও দেওয়া হয়, বিরোধীরা যদি মনে করে, তাদের দলনেতা হিসাবে রাহুল গান্ধী ভালো কাজ করছেন না, তাহলে অবশ্যই তাঁকে বদলে ফেলা উচিত।
এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে, প্রয়াত বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরী স্বরাজকে। নয়া দিল্লি লোকসভা কেন্দ্রের এই সাংসদ মনে করেন, বিরোধী শিবিরে এমন অনেক নেতা, নেত্রী রয়েছেন, যাঁরা বিরোধী দলনেতার দায়িত্ব পালন করতে সক্ষম।
একইসঙ্গে, বাঁসুরী এও বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র INDIA গোষ্ঠীই নিতে পারে। কারণ, এটা তাদের 'অভ্যন্তরীণ বিষয়'।
এ নিয়ে বিরোধী শিবির অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। যদিও ওয়াকিবহাল মহল বলছে, চাইলেই কাউকে বিরোধী দলনেতা করা যায় না। বিরোধী পক্ষের সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, যাদের কাছে লোকসভার মোট আসনের অন্তত ১০ শতাংশের অধিকার রয়েছে, কেবলমাত্র সেই দলেরই কোনও সাংসদ বিরোধী দলনেতার আসনে বসতে পারেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর প্রকাশ করে এমনটাই দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, লোকসভায় বিরোধী শিবিরের মধ্যে কংগ্রেসের সদস্য সংখ্যাই সর্বাধিক। সেই কারণেই রাহুল গান্ধী বিরোধী দলনেতা হতে পেরেছেন।
আসলে বিরোধী দলগুলির তরফ থেকে লোকসভায় বিরোধী দলনেতার পদে রদবদল ঘটানো উচিত কিনা, এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাঁসুরী উপরোক্ত মতামত প্রকাশ করেন।
বিজেপি সাংসদ বলেন, 'হ্যাঁ, নিশ্চয়। আমিও শুনেছি, লোকসভার বিরোধী দলনেতার পদে নাকি পর্যায়ক্রমে বদল আনা হবে। তবে, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে এটা একেবারেই বিরোধীদের অভ্যন্তরীণ বিষয়।' বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বাঁসুরী।
তিনি আরও বলেন, 'হ্যাঁ। বিরোধী শিবিরে অবশ্যই এমন অনেক নেতা, নেত্রী রয়েছেন, যাঁরা বিরোধী দলনেতার দায়িত্ব সামলানোর যোগ্য। যদি INDI জোট মনে করে রাহুল গান্ধী বিরোধী দলনেতার পদে থেকে তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, তাহলে বিরোধীরা অবশ্যই দলনেতার পদে বদল আনার সিদ্ধান্ত নিতে পারে।'