ফের একবার বরুণ গান্ধীর নিশানায় তাঁরই দল। বেকারত্ব ইস্যুতে কেন্দ্রকে তোপ দেগে টুইট করলেন বরুণ গান্ধী। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই ‘বেসুরো’ বরুণ। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলেই ধরে নেওয়া যায়। এই আবহে সম্পর্কের তাল কেটেছে। এবং দলে থেকেই বিভিন্ন ইস্যুতে ‘বিরোধী’র ভূমিকা পালন করছেন বরুণ। এর আগে কৃষক আন্দোলনে দলকে অস্বস্তিতে ফেলে একাধিক মন্তব্য করেছিলেন বরুণ। আর এবার বেকারত্ব ইস্যু নিয়ে সরব হলেন এই সাংসদ।
একটি টুইট করে বরুণ গান্ধী লেখেন, ‘চাকরি না থাকায় হতাশ যুব সমাজ। কিন্তু সরকারি তথ্য বলছে ৬০ লাখ পদ এখনও ফাঁকা রয়েছে।’ এই টুইটের সঙ্গে তিনি কোন খাতে কত পদ ফাঁকা, সেই সংক্রান্ত একটি তথ্য সম্বলিত স্ক্রিনশট পোস্ট করেন। বরুণের প্রশ্ন, ‘এসব পদের জন্য বাজেট বরাদ্দ কোথায়? এটা জানার অধিকার প্রত্যেক যুবকের আছে।’
এই সপ্তাহের শুরুতেও বরুণ গান্ধী সরকারি চাকরিতে শূন্য পদের ইস্যু তুলেছিলেন। সরকারকে তোপ দেগে তিনি বলেছিলেন যে চাকরি প্রার্থীরা প্রশাসনিক অক্ষমতার জন্য মূল্য পরিশোধ করছেন। এর আগে গত ডিসেম্বরেও বরুণ গান্ধী বেকারত্ব নিয়ে কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। উত্তরপ্রদেশ শিক্ষক যোগ্যতা পরীক্ষা (UPTET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে গান্ধী মুখ খুলেছিলেন। পাশাপাশি রেলের গ্রুপ ডি নিয়োগ নিয়েও মুখ খুলেছিলেন এই সাংসদ। বারংবার ‘পার্টি লাইন’ থেকে বেরিয়ে বিভিন্ন ইস্যুতে মুখ খুলে দলকে ক্রমেই অশ্বস্তিতে ফেলছেন সঞ্জয় গান্ধীর পুত্র। তিনবারের লোকসভা সাংসদকে এর আগে উত্তরপ্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় দলের পক্ষে প্রচার করতেও দেখা যায়নি। এই আবহে তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে।