তেলেঙ্গানার একটি মন্দিরে এক বিজেপি নেতার শপথ নেওয়ার ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তিনি জোর দিয়েই বলেছেন, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির বিধায়কদের ভাঙানোর ব্যাপারে তাঁর দল কোনওভাবে জড়িত নয়।বিজেপির তেলেঙ্গানার সভাপতি বন্দি সঞ্জয় কুমার এই টুইট করে ভিডিয়োটি পোস্ট করেছেন। তিনি মন্দিরে এনিয়ে শপথ নিয়েছেন বলেও দাবি করেছেন।
একাধিক বিজেপি নেতা এনিয়ে টুইট করে ও ভিডিয়ো ক্লিপ পোস্ট করে লিখেছেন, বিজেপির কেউ তেলেঙ্গানার শাসকদলের প্রতিনিধিদের ভাঙাচ্ছেন না। এদিকে চলতি সপ্তাহে সাইদেরাবাদ পুলিশ তিনজনকে প্রচুর নগদ টাকা সহ আটক করেছিল। শাসকদলের বিধায়কদের প্রলোভন দেখাতে এই টাকা নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ।
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুসারে দেখা যাচ্ছে, পুলিশ কমিশনার স্টিফেন রবীন্দ্র জানিয়েছেন, এই অপারেশনের ব্যাপারে আমাদের চারজন বিধায়ক জানিয়েছিলেন। তারা জানিয়েছিলেন যে টিআরএস ছেড়ে বিজেপিতে নিয়ে আসার জন্য তাদের সঙ্গে চুক্তি করা হয়েছে। তাদের উপযুক্ত পদ, প্রচুর টাকা ও ঠিকাদারি দেওয়ার কথা বলা হয়েছিল।
এদিকে গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, দুদলই ডিগবাজি খাচ্ছে। আসলে দুজনেই একে অপরকে সহায়তা করছে।