শীতকালীন অধিবেশন সংসদে শুরু হয়েছে। আর বিরোধী দলনেতা রাহুল গান্ধী সক্রিয় হয়ে উঠেছেন। কেন্দ্রীয় সরকার এবং আদানি–সহ নানা ইস্যুতে সোচ্চার হচ্ছেন কংগ্রেস সাংসদ। যাকে আটকাতে নয়া ছক সামনে নিয়ে এলেন বিজেপি নেতারা। আর এবার সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তোলা হল, সংবিধান দিবসের দিন সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানাননি। এই অভিযোগ তুলে বিজেপি নেতা– মন্ত্রীরা এখন রাহুল গান্ধীর বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেছেন। এমনকী এক্স হ্যান্ডেলে তা নিয়ে পোস্টও করা হয়েছে।
এই অভিযোগ তুলে আসলে সংসদে রাহুল গান্ধীকে নিষ্ক্রিয় করে রাখার কৌশল নিয়েছে বিজেপি। এমনটাই মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রাহুল অবশ্য এইসব নিয়ে বিশেষ গুরুত্ব দেননি। তাঁর লক্ষ্য সংসদে এনডিএ সরকারকে চেপে ধরা। আর তাঁর সঙ্গে আছে গোটা ইন্ডিয়া জোট। বিজেপির পক্ষ থেকে দুটি ভিডিয়ো ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আর সেখানে লেখা হয়েছে, ‘রাহুল গান্ধী অত্যন্ত অহংকারী। যার জন্য সে সম্মান জানাননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। শুধুমাত্র আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন বলেই তাঁকে অসম্মান করেছেন রাহুল। তাছাড়া রাষ্ট্রপতি একজন মহিলা। সেখানে রাহুল গান্ধী পারিবারিক দলের নেতা। এই ধরণের নীচু মানসিকতা রয়েছে?’ যদিও তাতে সাড়া পড়েনি জাতীয় রাজনীতিতে।
আরও পড়ুন: সদস্য সংগ্রহে লক্ষ্যপূরণ থেকে বহু দূরে বঙ্গ–বিজেপি, জারি নয়া ফরমান, ভবিষ্যৎ কী?
যে দুটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বিজেপি পোস্ট করেছে তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী সংবিধান দিবসের অনুষ্ঠান মঞ্চে এসে নিজের আসনে বসে পড়লেন যদিও তখনও দেশের রাষ্ট্রপতি বসেননি। আর রাহুল গান্ধীকে ওই আসন থেকে উঠে পড়তে বলছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এভাবে রাহুল গান্ধী সরাসরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন বলে বিজেপি সরব হয়েছে। যদিও এটা কতটা অপমানজনক তা নিয়ে বিতর্ক আছেই। আর এই ভিডিয়ো দুটি যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।
দ্বিতীয় ভিডিয়ো যেটা পোস্ট করা হয়েছে সেখানে আর একটি ঘটনা দেখা যাচ্ছে। আর সেটা হল—উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মল্লিকার্জুন খাড়গে সম্মান জানাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। আর সেখানে উপস্থিত হলেন না সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এভাবেই রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন রাহুল বলে অভিযোগ। এই ভিডিয়ো পোস্ট করে তলায় ক্যাপশনে লেখা হয়েছে, ‘কংগ্রেস বরাবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করে এসেছে। রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু শাহজাদা বসে পড়েছেন। রাষ্ট্রপতিকে সম্মান জানাননি।’