দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-এর প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়ালকে প্রবলভাবে নিশানা করল বিজেপি।
কীভাবে তিনি রাজমহলের মতো বাসস্থান নির্মাণ করলেন, সেই টাকা কোথা থেকে এল - সেইসব প্রশ্ন তুলেই কেজরিওয়ালের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের ঝাঁঝ তীব্রতর করল গেরুয়া শিবির।
গত কয়েকদিন ধরেই কেজরিওয়ালের রাজকীয় বাসভবন নিয়ে সমানে খোঁচা দিচ্ছিল বিজেপি। আর বুধবার এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ করল তারা। সেই ভিডিয়োয় কেজরিওয়ালের অন্দরমহলের ছবি তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যা দেখে মনে হতেই পারে, সেটা বুঝি কোনও সাত তারা হোটেলের ইন্টেরিয়র!
বিজেপির অভিযোগ, আগে মাত্র দু'কামরার একটি বাড়িতে থাকতেন কেজরিওয়াল। কিন্তু, এখন তিনি থাকেন এক পেল্লায় বাসভবনে। যাকে কটাক্ষ করে 'শীশ মহল' নাম দিয়েছে বিজেপি। তাদের দাবি, আমজনতার কষ্টের রোজগার লুট করে এই মহল বানিয়েছেন কেজরি।
বিজেপির অভিযোগ, একদিকে যখন করোনার দাপটে দিল্লিতে ত্রাহী ত্রাহী রব উঠেছিল, সেই সময়েই অরবিন্দ কেজরিওয়াল ব্যস্ত ছিলেন নিজের মহলের জন্য দামি থেকে আরও দামি সব সামগ্রী জোগাড় করতে।
নিজেদের অভিযোগের স্বপক্ষে বুধবার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে বিজেপি। সেই ভিডিয়োয় 'কেজরিওয়ালের শীশ মহল'-এর বিস্তারিত তথ্য রয়েছে।
সেই ভিডিয়োর 'ভয়েস ওভার'-এ কেজরিওয়াল সম্পর্কে বলা হয়েছে, 'একটা সময় ছিল, যখন কেজরিওয়াল ভিআইপি কালচার বন্ধ করার বুলি আওড়াতেন। কিন্তু, যেই তিনি রাজনীতিতে পা দিলেন, মানুষ তাঁর মিষ্টি কথায় ভুলে গেল, তাঁকে ক্ষমতার শীর্ষে বসাল, সঙ্গে সঙ্গে তিনি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন।...'
'যাঁরাই তাঁকে একজন আম আদমি ভেবেছিলেন, আজ তাঁরা লজ্জিত। তিনি নিজেকে আম আদমি বলে দাবি করেন। আর নিজের জন্য সমস্ত এলাহী আয়োজন করেন। আম আদমির আড়ালে লুকিয়ে থাকা একটি লোকের আসল চেহারা ফাঁস হয়ে গিয়েছে!'
নিজের বাড়ি তৈরি করতে কেজরিওয়াল কোথায়, কীভাবে, কত টাকা খরচ করেছেন, সেই খতিয়ানও তুলে ধরেছে বিজেপি। সেই দাবি যদি সত্যি হয়, তাহলে সত্যিই তা যেকোনও আম আদমির চোখ ছানাবড়া করে দেওয়ার পক্ষে যথেষ্ট। বিজেপি দাবি অনুসারে, অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে লাগানো -
রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত পর্দার দাম - ৫ কোটি টাকা
বারান্দার রেলিংয়ের খরচ - ১ কোটি টাকা
স্বয়ংক্রিয় দরজার দাম - ৭০ লক্ষ টাকা
অত্যাধুনিক একাধিক টিভির খরচ - ৬৫ লক্ষ টাকা
রিমোট কন্ট্রোল পরিচালিত একাধিক আলোর দাম - ৩০ লক্ষ টাকা
একটিমাত্র ফ্রিজের দাম - ৯ লক্ষ টাকা
একটি ম্যাসেজ চেয়ারের দাম - ৪ লক্ষ টাকা
আম আদমি পার্টিও এই সমস্ত অভিযোগের জবাব দিয়েছে। তবে, তারা এটা বলেনি যে বিজেপির দাবিগুলি মিথ্যা। তাদের পাল্টা বক্তব্য হল, নরেন্দ্র মোদীর 'রাজমহল' এর থেকেও বেশি দামি। তার দাম নাকি ২,৭০০ কোটি টাকা।
আপ নেতা সঞ্জয় সিংয়ের চ্যালেঞ্জ, ক্ষমতা আর সৎ সাহস থাকলে বিজেপি যেন নরেন্দ্র মোদীর সেই রাজমহলের ছবিও প্রকাশ্যে আনে। দলের তরফে আপ-এর এক্স হ্য়ান্ডেলেও একই দাবি তোলা হয়েছে।