আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। শনিবার তাদের তরফে যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সবথেকে বড় চমক নিঃসন্দেহে পরবেশ বর্মা। কারণ, নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। যে কেন্দ্রে আম আদমি পার্টি (আপ)-এর তরফে প্রার্থী হয়েছেন দলের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এছাড়াও, অন্য় যাঁদের বিজেপি প্রার্থী করেছে, তাঁদের মধ্য়ে রয়েছেন দুষ্যন্ত গৌতম। তিনি লড়বেন রাজধানীর করোল বাগ কেন্দ্র থেকে। রাজৌরি গার্ডেনে বিজেপির প্রার্থীপদ পেয়েছেন মনজিন্দর সিং। এছাড়াও, কৈলাস গেহলট ও অরবিন্দর সিং লাভলি বিজেপির টিকিটে লড়াই করবেন যথাক্রমে - বিজওয়াসন এবং গান্ধী নগর বিধানসভা কেন্দ্র দু'টি থেকে।
প্রসঙ্গত, দিল্লি বিধানসভায় মোট আসন রয়েছে ৭০টি। বিজেপির প্রকাশিত প্রথম প্রার্থীতালিকায় এর মধ্য়ে ২৯টি আসনের জন্য নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ নাম হল - রমেশ বিধুরী। তিনি প্রাক্তন সাংসদ। এবং তাঁকে প্রার্থী করা হয়েছে কালকাজি বিধানসভা কেন্দ্রে। উল্লেখ্য, এই আসনে বর্তমান শাসকদল আপ-এর তুরুপের তাস দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা।
বিজেপির এই প্রথম প্রার্থীতালিকায় নাম রয়েছে - আশিস সুদেরও। তাঁকে জনকপুরী থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও, আসন্ন নির্বাচনে প্রার্থী করা হয়েছে দিল্লির প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সতীশ উপাধ্য়ায়কে। তিনি ভোটযুদ্ধে লড়াই করবেন মালব্য নগর বিধানসভা কেন্দ্র থেকে।
অন্যদিকে, আদর্শ নগর কেন্দ্রে রাজ কুমার ভাটিয়া, বাদিল কেন্দ্রে দীপক চৌধুরী, রিথালা কেন্দ্রে কুলওয়ান্ত রানা, নাংলোই জাট কেন্দ্রে মনোজ শকীন, মঙ্গলপুরী কেন্দ্রে রাজকুমার চৌহান এবং রোহিনী কেন্দ্রে বিজেন্দ্র গুপ্তাকে প্রার্থী করেছে বিজেপি।
এছাড়াও, দিল্লির শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। এর পাশাপাশি, প্য়াটেল নগরে রাজ কুমার আনন্দ, জগনপুরা কেন্দ্রে তরবিন্দর সিং মারওয়া, আর কে পুরম কেন্দ্রে অনিল শর্মা, মেহরাউলি বিধানসভা আসনে গজেন্দ্র যাদব এবং ছতরপুর কেন্দ্রে কার্তার সিং তনওয়ারকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব।
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কুশিরাম চুনার। তিনি লড়বেন আম্বেদকর নগর থেকে। সেইসঙ্গে, পতপরগঞ্জে রবীন্দ্র সিং নেগি, বিশ্বাস নগরে ওম প্রকাশ শর্মা, কৃষ্ণা নগরে অনিল গয়াল, সীমাপুরীতে কুমারী রিঙ্কু, রোহতাস নগরে জিতেন্দ্র মহাজন এবং ঘোন্দা বিধানসভা কেন্দ্রে অজয় মাহাওয়ার বিজেপির নির্বাচনী টিকিট পেয়েছেন।
প্রসঙ্গত, শেষবার ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল আপ। মোট ৭০টি আসনের মধ্য়ে তারা জিতেছিল ৬২টি আসনে।