সাউথ কাশ্মীরের অনন্তনাগে স্ত্রী সহ এক বিজেপি নেতাকে খুন করল জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর অনন্তনাগের লালচকে একটি ভাড়া বাড়িতে থাকতেন বিজেপি নেতা গুলাম রসুল দার ও তাঁর স্ত্রী। জঙ্গিরা তাদের গুলি করে খুন করেছে। সূত্রের খবর জোর করে তাদের বাড়িতে ঢুকে পড়েছিল জঙ্গিরা। এরপর খুব কাছ থেকে গুলি করে বিজেপি নেতা ও তার স্ত্রীকে খুন করা হয়েছে। দুজনকেই অনন্তনাগে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ওই ব্যক্তি পঞ্চায়েত প্রধানের পাশাপাশি বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি ছিলেন। আদতে তিনি রেদওয়ানি এলাকার বাসিন্দা। তবে ৬৫ বছর বয়সী গুলাম রসুল অনন্তনাগ শহরেই থাকতেন। বিজেপির জম্মু কাশ্মীরের মুখপাত্র আলতাফ ঠাকুর এই খুনের তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি এই ঘটনাকে কাপুরুষোচিত ও বর্বর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'ওই নেতার কোনও নিরাপত্তা ছিল না। একটা ভাড়া বাড়িতে থাকতেন। এমন অনেক বিজেপির নেতাকর্মী আছেন যাদের কোনও নিরাপত্তা নেই।' জম্মু ও কাশ্মীরের লেফটেনান্ট গভর্নর এই খুনকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি এই খুনের তীব্র নিন্দা করেছেন।