'মিয়া খালিফাকে দেখতে ভিড় কৃষকদের', মহাপঞ্চায়েত নিয়ে বিতর্কিত মন্তব্য BJP নেতার
1 মিনিটে পড়ুন . Updated: 06 Sep 2021, 12:06 PM IST- ১৫ রাজ্যের ৩০০টিরও বেশি সংগঠনের সদস্য কৃষকরা মুজফ্ফরনগরে আয়োজিত মহাপঞ্চায়েতে অংশ নিয়েছিলেন।
১৫ রাজ্যের ৩০০টিরও বেশি সংগঠনের সদস্য কৃষকরা মুজফ্ফরনগরে আয়োজিত মহাপঞ্চায়েতে অংশ নিয়ে ফের একবার কৃষি আইন বিরোধী আন্দোলনকে চাঙ্গা করলেন। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এই মহাপঞ্চায়েতে উপস্থিত হয়েছিলেন লক্ষাধিক কৃষক। আর সেই মহাপঞ্চায়েত নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠি। তাঁর দাবি, মিয়া খালিফাকে দেখতেই নাকি মহাপঞ্চায়েতে ভিড় জমান কৃষকরা।
গেরুয়া শিবিরের নেতা বলেন, 'আসলে মিয়া খালিফার কারণেই কৃষক মহাপঞ্চায়েতে এই বিপুল জনসমাগম দেখা যায়। শোনা যাচ্ছে, গুজব রটিয়ে দেওয়া হয়েছিল যে মহাপঞ্চায়েতে মিয়া খালিফা আসবেন। তাই শুনে মিয়া খালিফাকে দেখতে কিছুটা ভিড় হয়েছিল। কিন্তু, পরে সকলেই নিরাশ হয়ে ফিরে যান।'
এদিকে বিজেপি নেতা যাই বলুক। মহাপঞ্চায়েত নিয়ে উচ্ছ্বসিত কৃষক নেতা রাকেশ টিকাইত। তিনি দাবি করেন, কৃষক মহাপঞ্চায়েতে ২০ লক্ষ মানুষ এসেছিলেন। তিনি বলেন, 'সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে কেরলের কৃষকরা। গোটা দেশের কৃষক সরকারের অপশাসনের বিরুদ্ধে।'
রবিবার মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়ানো হয়। এদিকে, কৃষি আইনের বিরোধিতায় আগামী ২৭ সেপ্টেম্বর সম্পূর্ণ ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। নেতাদের সাফ কথা, কেন্দ্র যদি তাঁদের দাবি না মানে, তাহলে আসন্ন বিধানসভা ভোট বা প্রয়োজনে লোকসভা নির্বাচন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।