বাংলা নিউজ > ঘরে বাইরে > Siddaramaiah Resignation: গোপনে খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, দশেরার পরই ইস্তফা দেবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী!

Siddaramaiah Resignation: গোপনে খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, দশেরার পরই ইস্তফা দেবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী!

ফাইল ছবি

বিজয়েন্দ্র আরও দাবি করেছেন, তাঁর কাছে নির্দিষ্ট সূত্র মারফত খবর এসেছে। কংগ্রেসের হাইকম্যান্ড অত্যন্ত গুরুত্ব সহকারে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সিদ্দারামাইয়াকে সরানোর বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে!

'খুব সম্ভবত, দশেরার (দশমী) পরই পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া'! রবিবার এই দাবি করেছেন, সে রাজ্যের বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র।

অন্যদিকে, জেডি(এস) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দাবি হল, সময়ের আগেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর দাবি, রাজ্যে কংগ্রেসের সরকারের অন্তিম দিন ঘনিয়ে এসেছে। এর জন্য নাকি ২০২৮ সালের পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না।

উল্লেখ্য, ২০২৩ সালেই দক্ষিণের এই রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটে জিতে গত বছরের মে মাসে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পদে বসেন প্রবীণ নেতা সিদ্দারামাইয়া। কিন্তু, সম্প্রতি মুডা কেলেঙ্কারিতে জড়িয়ে রীতিমতো বিপাকে পড়েছেন সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রী। যার জেরে কংগ্রেসেও কিছুটা সমস্যায় রয়েছে।

এই প্রেক্ষাপটে সিদ্দারামাইয়ার পদত্যাগের দাবি তে সরব হয়েছেন রাজ্য বিজেপির নেতারা। রবিবার বিজয়েন্দ্র যে মন্তব্য করেছেন, তাও সেই রণকৌশলেরই অঙ্গ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

ওই দিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'এই মুহূর্তে রাজ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে সিদ্দারামাইয়াকে প্রতিদিন সংবাদমাধ্যমের সামনে জবাবদিহি করতে হচ্ছে। তাঁকে বলতে হচ্ছে, তিনিই মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং থাকবেন। ওঁরা অবস্থা এখন এতটাই শোচনীয়... কয়েকজন মন্ত্রীও বলছেন, সিদ্দারামাইয়া রাজ্যের মুখ্য়মন্ত্রী থাকবেন। অন্যদিকে, সিদ্দারামাইয়া নিজে রাজ্যের প্রবীণ মন্ত্রী সতীশ জরকিহোলিকে দিল্লি পাঠিয়েছেন...।'

মাইসোরে সাংবাদিকদের মুখোমুখো হয়ে বিজয়েন্দ্র দাবি করেন, সমস্ত ঘটনা একসঙ্গে বিচার করলেই বোঝা যাচ্ছে, সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন।

বিজেপি নেতা আরও বলেন, 'যে মুহূর্তে পদযাত্রা (মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেঙ্গালুরু থেকে মাইসোর পর্যন্ত মিছিল) শেষ হবে, কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আমি কোনও রাজনৈতিক মন্তব্য করছি না। দশেরার সময়, আমি বলছি মুখ্যমন্ত্রী যেকোনও মুহূর্তে পদত্যাগ করতে পারেন। এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে।'

বিজয়েন্দ্র আরও দাবি করেছেন, তাঁর কাছে নির্দিষ্ট সূত্র মারফত খবর এসেছে। কংগ্রেসের হাইকম্যান্ড অত্যন্ত গুরুত্ব সহকারে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সিদ্দারামাইয়াকে সরানোর বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে!

বিজেপি রাজ্য সভাপতি আরও দাবি করেন, '...সিদ্দারামাইয়া নিজেও এই সম্পর্কে সব জানেন। সিদ্দারামাইয়ার নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস যে সরকার গড়ে তুলেছে, তা রাজ্যের কাছে একটা অভিশাপ। ওঁর পদত্যাগ করার সময় এসে গিয়েছে। দশেরার পরই তিনি পদত্যাগ করবেন। আমরা সর্বত্রই এই কথা শুনছি।'

উল্লেখ্য, মাইসোর আরবান ডেভলপমেন্ট অথোরিটি (মুডা)-র অধীনে থাকা ১৪টি প্লট বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ উঠেছে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। ঘটনায় জড়িয়ে গিয়েছে তাঁর স্ত্রী পার্বতীর নামও। আদালতের নির্দেশে লোকায়ুক্ত তদন্ত শুরু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আর্থিক তছরুপের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি-ও।

পরবর্তী খবর

Latest News

পুলিশ স্টেশনে ওয়ান্টেড বোর্ডে ছিল তাঁর ছবি! কী বললেন পঙ্কজ ত্রিপাঠি? বিরাট চোট না পেলে শ্রেয়সকে কি ইংল্যান্ড সিরিজে বসিয়ে রাখা হতো?খোলসা করলেন গম্ভীর ৮৬টি দেশে জেলবন্দি রয়েছে ১০,১৫২ জন ভারতীয়, সবচেয়ে বেশি সৌদিতে- জানাল কেন্দ্র ‌বাংলাদেশের মাটিতে ব্রাত্য লালন সাঁই–সত্যেন বসু–প্রফুল্লচন্দ্র–জীবনানন্দ, বিতর্ক কেরলের মন্দিরে উৎসবের সময় মেজাজ হারাল গজরাজ, পদপিষ্ট হয়ে মৃত ৩, আহত ২৪ শনির গৃহে সূর্যের প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন সেরে উঠছেন রবীন্দ্র, তবে এখনও….চোটের আপডেট দিলেন কিউয়ি কোচ অভিমানের কারণে বাংলা ছেড়েছিলাম, অবসরের পর অকপট স্বীকারোক্তি ঋদ্ধিমানের 'তোর নামে...', মিউজিক ভিডিয়ো লঞ্চে প্রেম প্রসঙ্গে অকপট দেবলীনা ৫ বছর ধরে ‘দাদা’র সঙ্গে প্রেম! আদৃত ঘরণীর ১ম প্রেমিকও ইন্ডাস্ট্রির অন্দরের লোক

IPL 2025 News in Bangla

অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.