বাংলা নিউজ > ঘরে বাইরে > গরম চাটু দিয়ে মার,পরিচারিকার দাঁত ভেঙে দিলেন BJP নেত্রী, চাটানো হত…কড়া হচ্ছে দল

গরম চাটু দিয়ে মার,পরিচারিকার দাঁত ভেঙে দিলেন BJP নেত্রী, চাটানো হত…কড়া হচ্ছে দল

সীমা পাত্র, বিজেপি নেত্রী। সংগৃহীত ছবি

সূত্রের খবর, ২৯ বছর বয়সী সুনীতার বাড়ি ঝাড়খণ্ডে। ১০ বছর আগে তাকে কাজ দেওয়া হয়েছিল। সীমা পাত্রের মেয়েকে সাহায্য করার জন্য তিনি দিল্লিতে থাকতেন। চারবছর আগে তাঁরা রাঁচিতে ফিরে আসেন।

বিজেপি নেত্রী সীমা পাত্রকে সাসপেন্ড করল দল। গৃহ সহায়িকাকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এই নেত্রীর বিরুদ্ধে। আর তারপরেই কড়া সিদ্ধান্ত নিল দল। তিনি দলের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্যা। তাঁর স্বামী মহেশ্বর পাত্র অবসরপ্রাপ্ত আইএএস।

পরিচারিকাকে নির্যাতন করেছেন সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। তারপরেই ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি দীপক প্রকাশ পদক্ষেপের নির্দেশ দেন। একটি সর্বভারতীয় টিভি চ্য়ানেলের রিপোর্ট অনুসারে সুনীতা নামে ওই পরিচারিকা হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। তার একাধিক দাঁত নেই। তিনি ভালো করে বসতেও পারছেন না।

স্থানীয় সূত্রে খবর, বেধড়ক মারধরের চিহ্ন তার শরীরে রয়েছে। সীমা পাত্রের গ্রেফতারির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, ২৯ বছর বয়সী সুনীতার বাড়ি ঝাড়খণ্ডে। ১০ বছর আগে তাকে কাজ দেওয়া হয়েছিল। সীমা পাত্রের মেয়েকে সাহায্য করার জন্য তিনি দিল্লিতে থাকতেন। চারবছর আগে তাঁরা রাঁচিতে ফিরে আসেন।

ওই মহিলার অভিযোগ গরম কড়া দিয়ে, লাঠি দিয়ে মেরে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মেঝে থেকে প্রস্রাব চাটতেও বাধ্য করা হত। কিন্তু ঠিক অপরাধটা কী এটা তিনি নিজেও জানেন না।

তবে সুনীতার দাবি, সীমা পাত্রের ছেলে আয়ুষ্মান তাঁকে বাঁচিয়েছে। তিনি বলেন, ওর জন্য বেঁচে গেলাম এই যাত্রায়।

এদিকে আয়ুষ্মান গোটা ঘটনা তার বন্ধুদের জানিয়েছিলেন। এরপরই সুনীতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বন্ধ করুন