বাংলা নিউজ > ঘরে বাইরে > লাল কার্পেটে ‘গেরুয়া ঝড়’, ৩২ বছরের খড়া কাটিয়ে ফের রাজ্যসভায় সেঞ্চুরি কোনও দলের

লাল কার্পেটে ‘গেরুয়া ঝড়’, ৩২ বছরের খড়া কাটিয়ে ফের রাজ্যসভায় সেঞ্চুরি কোনও দলের

রাজ্যসভায় বিজেপির বর্তমান সংদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। (ANI)

উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার ১১টি আসনে ভোট হবে। উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা কমলেও এবার তাদের লাভ হতে চলেছে। তাতে কংগ্রেস আরও চাপে পড়বে সংসদের উচ্চকক্ষে।

১৯৯০ সালের পর এই প্রথম ফের একবার রাজ্যসভায় কোনও এক দলের সাংসদ সংখ্যা তিন অঙ্ক ছুঁল। অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড থেকে একটি করে আসনে জিতেছে বিজেপি। আর এর ফলে রাজ্যসভায় বিজেপির বর্তমান সংদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। তবে এই প্রাপ্তির মাঝেও পঞ্জাবের একটি আসন খোয়াতে হয় বিজেপিকে। সেই রাজ্যের সাতটি আসনের মধ্যে পাঁচটিতেই আম আদমি পার্টি জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এর আগে ১৯৯০ সালে রাজ্যসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ১০৮ ছিল। তবে তারপর থেকে ক্রমেই সদস্য সংখ্যা কমেছে কংগ্রেসের। আর এদিকে ২০১৪ সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা ছিল ৫৫। তবে এরপর পরপর রাজ্যে ‘মোদী ঝড়ে’ রাজ্যসভায় বেড়েছে বিজেপির সদস্য সংখ্যা। এখন তা ১০০ ছুঁয়েছে। এরপর উত্তরপ্রদেশের থেকে রাজ্যসভার নির্বাচনেও বিজেপির লাভ হবে। উত্তরপ্রদেশ থেকে ১১ জন রাজ্যসভা সাংসদ অবসর নেবেন। সেই স্থানে নির্বাচন হবে। অবসরপ্রাপ্তদের মধ্যে ৫ জন বিজেপির। তবে কংগ্রেস ও বিএসপির খারাপ ফলের কারণে বিজেপি লাভবান হবে। উত্তরপ্রদেশ বিধানসভায় তাদের সংখ্যা কমলেও ৭ জনকে রাজ্যসভায় পাঠানো পুরো নিশ্চিত বিজেপির জন্য। এদিকে অশমের মতো ‘খেলা’ দেখাতে পারলে অষ্টম সদস্যকেও বিজেপি জিতিয়ে আনতে পারে।

উল্লেখ্য, অসমের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং শরিক ইউপিপিএল বৃহস্পতিবার অসমের থেকে দুটি রাজ্যসভার আসনই জিতেছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলি একটি আসন জেতার চেষ্টায় করলেও শেষ পর্যন্ত বিরোধী ঐক্যে চিড় ধরিয়ে শেষ হাসি হাসে গেরুয়া শিবির। পর্যাপ্ত সংখ্যা না থাকা সত্ত্বেও বিজেপির পবিত্র মার্গেরিতা এবং ইউপিপিএল-এর রাংওয়া নারজারি জিতে যান। প্রসঙ্গত, ১২৬ সদস্যের বিধানসভায় মোট ৮২টি ভোট ছিল শাসক জোটের পক্ষে। এদকে একজন প্রার্থীকে জিততে ন্যূনতম ৪৩টি ভোটের প্রয়োজন ছিল। এই আবহে ক্ষমতাসীন জোটের পক্ষে দ্বিতীয় আসনে জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল। দ্বিতীয় আসনটি জেতার ক্ষেত্রে চার ভোটে পিছিয়ে ছিল শাসক জোট। কিন্তু বিরোধী দলে ফাটল ধরায় উভয় আসনেই জয় পায় শাসক জোট।

ঘরে বাইরে খবর

Latest News

বর্ষায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, তার আগে বৈশাখে ভাজাভাজা হবে বাংলা: IMD বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর ভোটের আবহে চরমে বিভ্রান্তি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে! কলকাতা মেট্রোর ১ মাসের যাত্রী সংখ্যা টক্কর দেবে বন্দে ভারতের পরিসংখ্যানকে? টেলিগ্রাম অ্যাপে গ্রুপ খুলে চলত কথা, রামেশ্বরম কাফে বিস্ফোরণে নয়া তথ্য পেল এনআইএ ওড়িশায় দুর্ঘটনা, উদ্ধারের তদারকিতে সুজিতকে পাঠালেন মমতা, নিয়ম মেনে ক্ষতিপূরণ ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ KKR-এর ওপেনিং জুটি, RR-এর বোলিং বিভাগ,সঞ্জু-রিয়ানদের ছন্দ- হতে পারে বড় ফ্যাক্টর প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি রামদেব, পতঞ্জলির মামলায় আজ কী পর্যবেক্ষণ SC-র?

Latest IPL News

‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো RCB vs SRH: যদি ব্যাটার হতাম- ম্যাচ জেতার পরেও আফসোসের সুর কামিন্সের গলায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.