বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌গোয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি’‌, দাবি করলেন শাহ

‘‌গোয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি’‌, দাবি করলেন শাহ

অমিত শাহ। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

আজ দক্ষিণ গোয়ায় ন্যাশানাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

আগামী ফেব্রুয়ারি মাসে গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। এই দাবি কোনও সমীক্ষা সংস্থা করেনি। এই দাবি করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গোয়া যান এবং ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে এই রাজ্যে যে উন্নয়ন হয়েছে তার নিরিখেই ফের গোয়ায় বিজেপি সরকার তৈরি হবে বলে তিনি দাবি করেন।

ইদানিং সেখানে তৃণমূল কংগ্রেসের আনাগোনা বেড়েছে। বহু নেতা–নেত্রী থেকে বিশিষ্ট মানুষজন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপর থেকেই বিজেপি চিন্তা বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা। এই পরিস্থিতিতে আজ অমিত শাহ বলেন, ‘‌বিজেপি ফের এখানে সরকার গঠন করবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এখনও সময় আছে নির্বাচনের জন্য। কিন্তু আমি গোয়ার সমস্ত মানুষজনের কাছে আবেদন করছি, তাঁরা যেন মনস্থির করে নেন বিজেপি সরকারকে নির্বাচিত করতে হবে। আর সেটা এই রাজ্য চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।’‌

এখানে তৃণমূল কংগ্রেসের বহু সাংসদরা ঘুরে গিয়েছেন। দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সেখানে আজ অমিত শাহের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এদিন তিনি বলেন, ‘‌এই ডবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়ন ও প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’‌ হঠাৎ এই কথাগুলি বলায় তৃণমূল কংগ্রেসকে তিনি ভয় পাচ্ছেন বলেও মনে করা হচ্ছে। কারণ বাংলায় নানা কথা বলেও সরকার গঠন করতে পারেননি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় এসেছে।

আজ দক্ষিণ গোয়ায় ন্যাশানাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেখানেই এই কথাগুলি বলেছেন। আগামী ১৫ নভেম্বর থেকে এখানে চার্টার্ড বিমান যাতায়াত শুরু করবে বলেও জানান তিনি। তাতে পর্যটন ক্ষেত্রে সহায়তা করবে। ২০১৭ সালে আঞ্চলিক দলগুলির সহায়তায় এখানে বিজেপি সরকার গঠন করেছিল। কংগ্রেস একক বৃহত্তম দল হয়েও সরকার গঠন করতে পারেনি।

ঘরে বাইরে খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.