দিল্লিতে কে গড়বে সরকার?
ইতিমধ্য়েই এনিয়ে জোর চর্চা।
ভোট মিটতেই মুখ খুললেন বিজেপি এমপি হর্ষ মালহোত্রা।
বিজেপি এমপি জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি গত ৫ বছর ধরে আপের দুর্নীতির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরছিল। জনতা এটা বুঝতে পেরেছেন যে কেজরিওয়াল অ্য়ান্ড কোম্পানি দিল্লির মানুষকে ঠকিয়েছেন। এখন দিল্লি মানুষও বুঝে গিয়েছেন যে দিল্লিতে এবার বিজেপি সরকার আসবে।
ওরা বুঝে গিয়েছিল যে ওদের সরকার আর আসবে না। সেকারণে নানা কথা বলছিল। শান্তিপূর্ণ ভোটকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল। দ্বিতীয়ত ওরা পরাজয় বুঝে গিয়ে ইভিএম নিয়ে এবার কাঁদবে। এবার ঝগড়া ওদের মধ্য়ে ঝগড়া। আমরা চাইছিলাম, দিল্লির মানুষ চাইছিলেন নিরপেক্ষ ভোট। এবার ওরা ইভিএম নিয়ে কথা বলবেন। এক্সিট পোল ওরা মানবেন না। তবে ৮ ফেব্রুয়ারি সামনে আসবে পুরো বিষয়। আমার পুরো বিশ্বাস আছে দিল্লিতে সরকার গড়বে বিজেপি। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন তিনি।
ভোটের পরেই মুখ খুলেছেন নিউ দিল্লি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী পরবেশ শর্মা। তিনি এএনআইকে জানিয়েছেন, আমি দিল্লির মানুষকে ধন্য়বাদ জানাচ্ছি। তাঁরা ভোট দিয়েছেন। তবে আমরা নিশ্চিত যে পদ্ম ফুটবে দিল্লিতে। এত বেশি ভোটের হার সেটা বদলা নেওয়ার জন্য, দিল্লির ভালো ভবিষ্যতের জন্য। দিল্লিতে পদ্ম ফুটবে। আমাদের সামনে অনেক কাজ। যা এতদিন হয়নি। দিল্লিতে সুশাসন আসবে। যমুনা সাফ করব। ঝুপড়িবাসীকে পাকা ঘর দেব। বেকারদের কাজ। অনেক কাজ করতে হবে। অরবিন্দ কেজরিওয়ালজী পুরো নিশ্চিত যে তিনি হারছেন।
এদিকে একাধিক এক্সিট পোলের ফলাফলে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। সেটা দেখে আপ নেতা সুশীল গুপ্তা বলেন, আমরা এটা নিয়ে চতুর্থ ভোট লড়ছি। প্রতিটি এক্সিট পোলে আমাদের সরকার হবে না বলেছিল। কিন্তু আমরা রেকর্ড ভেঙেছি। কেজরিওয়াল দিল্লির মানুষের জন্য কাজ করেছেন। দিল্লি চিকিৎসা, শিক্ষা সহ নানা ক্ষেত্রে কাজ করেছে। এই ভোটে আপ সরকার গড়বে। এক্সিট পোলে এত সহজে বিশ্বাস করব না। তিনবার এক্সিট পোল মেলেনি। আমরা সরকার গড়েছি। হরিয়ানার এক্সিট পোলও দেখেছেন সকলে। বিজেপি যদি মনেই করত ওদের সরকার তৈরি হবে তবে এত গুণ্ডামি করত না। এত ভুয়ো ভোট করত না। আমরা জনতার রায়কে মানব। জনতার রায় সবসময় কেজরিওয়ালের পক্ষে থাকে। এএনআইকে জানালেন তিনি।