২০২৪ সালের বিধানসভা এবং ২০২৫ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভের পর ছত্তিশগড়ের পুরভোটেও দুর্দান্ত সাফল্য পেল বিজেপি। রাজ্যের ১০টি পুরনিগমের মেয়র পদ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল গেরুয়া শিবির। উল্লেখ্য, ২০১৯-২০ সালে এই ১০টি পুরনিগমে জয়লাভ করেছিল কংগ্রেস। ফলে এগুলিতে কংগ্রেসের মেয়র ছিল। এবার এই ১০টি পুরনিগম থেকে কংগ্রেসকে সিংহাসনচ্যুত করল বিজেপি।
আরও পড়ুন: ছত্তিশগড়ে সরাসরি পুরসভার মেয়র-চেয়ারম্যানদের নির্বাচন করবে জনতা, বড় সিদ্ধান্ত
উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি ১৭৩টি পুরসভার ভোট অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে ১০টি পুরনিগম, ৪৯টি পুরপরিষদ এবং ১১৪টি নগর পঞ্চায়েত। ভোটদানের হার ছিল ৭২.২ শতাংশ। রায়পুর, বিলাসপুর, দুর্গ, রাজনন্দগাঁও, অম্বিকাপুর, জগদলপুর, রায়গড়, কোরবা, ধামতারি এবং চিরমিরি পুরনিগমে বিজেপি জয়লাভ করেছে। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বিজেপি ১০টি মেয়র পদ, ৩৫টি পুরপরিষদ এবং ৮১টি নগর পঞ্চায়েত সভাপতি পদে জয়লাভ করেছে। এর মধ্যে রাজ্যের রাজধানী রায়পুরে ১৫ বছর পর বিজেপির মেয়র হতে চলেছেন। এখানে বিজেপি প্রার্থী মীনাল চৌবে প্রাক্তন কংগ্রেস মেয়র প্রমোদ দুবের স্ত্রী দীপ্তিকে দেড় লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন। উল্লেখ্য, মীনাল হতে চলেছেন রায়পুরের দ্বিতীয় মহিলা মেয়র। রায়পুরের ৭০টি ওয়ার্ডের মধ্যে ৬১টিতেই জয়লাভ করেছে বিজেপি। এদিকে, রায়গড়ে এক চা বিক্রেতা জীববর্ধন চৌহানকে প্রার্থী করেছিলেন বিজেপি। তিনি কংগ্রেসের জানকী কাটিয়াজুকে ৩৬,৩৬৫ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এছাড়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নিজস্ব এলাকা পাটনের নগর পঞ্চায়েতও দখল করেছে বিজেপি।
অন্যদিকে, বিরোধী দল কংগ্রেস মাত্র ৮টি পুর পরিষদ এবং ২২টি নগর পঞ্চায়েত জয় করতে পেরেছে। এছাড়াও, আম আদমি পার্টি একটি পুর পরিষদ এবং বহুজন সমাজ পার্টি একটি নগর পঞ্চায়েতে জয়ী হয়েছে। পাঁচটি পুর পরিষদ এবং ১০টি নগর পঞ্চায়েতে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। দলের এই জয়ের পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এই ঐতিহাসিক জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে বাস্তবায়িত কল্যাণ ও উপজাতি-বান্ধব প্রকল্পগুলির উপর ছত্তিশগড়ের জনগণের দৃঢ় বিশ্বাসের প্রতীক।’
এই জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন, ‘আজ বিজেপি এবং ছত্তিশগড় সরকারের জন্য একটি ঐতিহাসিক দিন যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছত্তিশগড়ের ভোটাররা বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোদীর গ্যারান্টি এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের অভিনন্দন জানাচ্ছি।’