২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। আম আদমি পার্টির শীর্ষ নেতাদেরও তাঁদের আসন বাঁচাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। নয়াদিল্লিতে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন। হার মেনে নিয়েছেন জঙ্গপুরার আপ প্রার্থী মণীশ সিসোদিয়া। এছাড়াও, দলের অন্যান্য শীর্ষ নেতাদের অনেকেই পিছিয়ে রয়েছেন। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে অধিকাংশ আসনেই আপ বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। একেবারে শেষ মুহূর্তে বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টারস্ট্রোকের কারণেই দিল্লিতে আপ ধরাশায়ী হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: 'সততার শংসাপত্র' চেয়েছিলেন কেজরিওয়াল, AAP সুপ্রিমোর 'আর্জি খারিজ' দিল্লিবাসীর
এবার কেন্দ্রীয় বাজেটে ১২ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে আয়করে ছাড় দেওয়া হয়েছে। যা দিল্লির মধ্যবিত্তদের মধ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। আর সেই কারণেই দিল্লিতে আপের বিপর্যয় নেমে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভোটের ঠিক আগে কেন্দ্রীয় সরকারের এই উপহার দিল্লির মধ্যবিত্তদের মন জয় করেছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে নির্বাচনী প্রচারে আয়কর ছাড়ের বিষয়টি বেশ জোরদারভাবে তুলে ধরেছিলেন। আর তাঁরা বিজেপিকে মধ্যবিত্ত দল বলেই উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য, দিল্লির ভোটে মধ্যবিত্তদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দিল্লির জনসংখ্যার ৪৫ শতাংশ হল মধ্যবিত্ত। আর তাঁরা রাজনীতি সম্পর্কে খুবই সচেতন। ভোটে এই শ্রেণির মানুষের গুরুত্বের কথা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিল উভয় দল। এই কারণে মধ্যবিত্ত শ্রেণিকে পাখির চোখ করে ভোটে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল আপ এবং বিজেপি।
এছাড়াও, অরবিন্দ কেজরিওয়ালের দল যেখানে মহিলাদের জন্য মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলেছিল সেখানে বিজেপি এর পালটা হিসেবে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যা মহিলাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এমনকী প্রধানমন্ত্রী মোদী একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় আসলেই ৮ মার্চের পর থেকে মহিলারা এই টাকা পেতে শুরু করবেন। এদিকে, বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেক্ষেত্রেও বিজেপির জয়ের কারণ হিসেবে বাজেটের কথা উল্লেখ করা হয়েছিল। বিশেষ করে বাজেটে আয়কর ছাড়ের বিষয়টি কীভাবে নির্বাচনে দিল্লির মধ্যবিত্ত শ্রেণিদের মোদীর প্রতি আকৃষ্ট করেছে সেকথাও উল্লেখ করা হয়েছিল।