বাংলা নিউজ > ঘরে বাইরে > Growing muslim population: মুসলিম জনসংখ্যা বাড়ায় UP-তে বিজেপি ক্ষমতায় ফিরবে না, SP নেতার মন্তব্যে বিতর্ক

Growing muslim population: মুসলিম জনসংখ্যা বাড়ায় UP-তে বিজেপি ক্ষমতায় ফিরবে না, SP নেতার মন্তব্যে বিতর্ক

মুসলিম জনসংখ্যা বাড়ায় UP-তে বিজেপি ক্ষমতায় ফিরবে না, SP নেতার মন্তব্যে বিতর্ক

মেহবুব আমরোহার বিধায়ক। দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বিধায়ক বলেছেন,  ‘মুসলিম জনসংখ্যার পরিবর্তন অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির পক্ষে হবে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির বিধায়ক। তিনি মন্তব্য করেছেন, মুসলিমদের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না। মুসলিমদের জনসংখ্যা বাড়ার ফলে বিজেপি হেরে যাবে। এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সমাজবাদী পার্টির নেতা তথা বিধায়ক মেহবুব আলি। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনা সরব হয়েছে বিজেপি। এই মন্তব্যের পর সমাজবাদী পার্টির বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: মুসলিমদের সম্পর্কে বাবা রামদেবের বিতর্কিত মন্তব্যের জের, দায়ের FIR, অভিযোগ বহু

মেহবুব আমরোহার বিধায়ক। দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বিধায়ক বলেছেন,  ‘মুসলিম জনসংখ্যার পরিবর্তন অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির পক্ষে হবে। মুসলিম জনসংখ্যা এতটাই বেড়েছে যে ২০২৭ সালে বিজেপিকে বিদায় নিতে হবে এবং সমাজবাদী পার্টি ক্ষমতায় আসবে।’

উল্লেখ্য, মেহেবুব আলি হলেন ৬ বারের বিধায়ক । এই নেতা বিজেপি এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে তুলনা টেনে আরও বলেন, ‘৮০০ বছরের বেশি সময় ধরে শাসন করা মুঘলরা যদি টিকে না থাকে তাহলে কি আপনারা মনে করেন যে বিজেপি টিকে থাকবে?’ সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সমাজবাদী পার্টির বিধায়ক বিজেপিকে ‘সংবিধান বিরোধী’ এবং ‘সংরক্ষণ বিরোধী’ বলে কটাক্ষ করেন। তাঁর এই মন্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর প্রদেশের রাজনীতিতে। ঘটনায় পুলিশ মেহবুব এবং সমাজবাদী পার্টির জেলা সভাপতি শেখ জাকির হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সমাজবাদী পার্টির নেতা মেহবুব আলি যে মন্তব্য করেছেন তা আপত্তিকর। তাঁর বিরুদ্ধে আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুই এসপি নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১) এবং ৩৫৩(২) ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, ওই অনুষ্ঠান হয়েছিল শহরের একটি ব্যাঙ্কোয়েট হলে। বিধায়ক তাঁর মন্তব্যে হিন্দু মুসলিমদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি। বিধায়কের এমন মন্তব্যের পরও তিনি চুপ থেকেছেন । তাই তাঁর বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

পরবর্তী খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.