গতকালই বিজেপির তরফ থেকে এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছিল, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট নাকি ভারতকে অস্থিতিশীল করতে চাইছে। সেই সূত্রেই জর্জ সোরোস এবং কংগ্রেস যোগের অভিযোগ তুলেছিল বিজেপি। আজ এই নিয়ে ফের একাধিক পোস্ট করল বিজেপি। এই আবহে নাম উঠে এসেছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীরও। (আরও পড়ুন: মমতা কি INDIA ব্লককে নেতৃত্ব দেওয়ার যোগ্য? 'অধিকার' নিয় বড় কথা বললেন শরদ পাওয়ার)
আরও পড়ুন: অসমে তৃণমূল কি নয়া সভাপতি নিয়োগ করল? পোস্ট করেও মোছা হল... ছড়াল বিভ্রান্তি!
নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে আর বিজেপি দাবি করে, এফডিএল-এপি ফাউন্ডেশনের কো-প্রেসিডেন্ট সনিয়া গান্ধী। আর এই ফাউন্ডেশনের সঙ্গে নাকি এমন সংগঠনের যোগ রয়েছে, যাদের অর্থ প্রদান করে থাকে জর্জ সোরোস ফাউন্ডেশন। এদিকে বিজেপি আরও অভিযোগ করেছে, এফডিএল-এপি ফাউন্ডেশন কাশ্মীরকে 'পৃথক রাষ্ট্র' হিসেবে দেখে থাকে। গেরুয়া শিবিরের কথায়, 'এমন একটি সংগঠন যারা কি না কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে, তার সঙ্গে সনিয়া গান্ধীর যোগ থেকেই স্পষ্ট যে ভারতের রাজনীতিতে বিদেশি প্রভাব কতটা এবং এর রাজনৈতিক প্রভাবই বা কতটা।' (আরও পড়ুন: 'পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব…', ৪ দিনে কলকাতা দখলের 'হুংকারের' জবাব তথাগতর)
আরও পড়ুন: খাগড়াছড়িতে হিন্দু মহিলা খুনে সামনে এল ‘চিন্ময়-যোগ’, সরব এপার বাংলার নেতারা
এরপর বিজেপির পোস্টে লেখা হয়, 'রাজীব গান্ধী ফাউন্ডেশনের মাথায় সনিয়া গান্ধী বসতেই জর্জ সোরোস ফাউন্ডেশনের সঙ্গে পার্টনারশিপ হয়। এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতীয় সংগঠনগুলিতে বিদেশি বিনিয়োগের কতটা প্রভাব।' এরপর অপর এক পোস্টে বিজেপি লেখে, 'সলীল শেট্টি হলেন সোরোসের অর্থ সাহায্যপ্রাপ্ত ওপেন সোসাইটি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি নিজে ভারত জোড়ো যাত্রা হেঁটেছিলেন। তাঁকে খোদ রাহুল গান্ধীর পাশে হাঁটতে দেখা গিয়েছে।' এরপর বিজেপি আরও দাবি করে, 'আদানি নিয়ে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স লাইভ দেখানো হয়েছে জর্জ সোরোসের অর্থ সাহায্যপ্রাপ্ত OCCRP-তে। আর আদানিকে আক্রমণ শানাতে রাহুল গান্ধী এই OCCRP-র রিপোর্টকেই হাতিয়া করে থাকেন। এর থেকেই দেখা যাচ্ছে যে দুই পক্ষের সম্পর্ক কতটা পোক্ত এবং বিপজ্জনক। তারা ভারতীয় অর্থনীতিকে লাইনচ্যুত করতে চায়।' (আরও পড়ুন: এবার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সরব ঢাকা রামকৃষ্ণ মিশন, ইউনুসকে লেখা হল চিঠি)
আরও পড়ুন: ভারতীয় সাংস্কৃতিক-ধর্মীয় ঐতিহ্যের ধ্বংসের প্রতীক আদিনা মসজিদ, বললেন BJP নেতা
এরপর জর্জ সোরোসের একটি বক্তৃতার ভিডিয়ো এবং রাহুলের ছবি সহ পোস্ট করে বিজেপি লেখে, 'আদানিকে নিয়ে জর্জ সোরোস এবং রাহুল গান্ধীর অভিমত একই। তাঁরা দু'জনেই দাবি করেন যে মোদী ও আদানির সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং মোদী সরকারকে ফেলতে আদানি ইস্যুকে কাজে লাগানো যেতে পারে।' আর সবশেষে কংগ্রেস সাংসদ শশী থারুরের একটি পোস্টের স্ক্রিনশট দিয়ে বিজেপি লেখে, 'কংগ্রেস সাংসদ শশী থারুর সর্বসমক্ষে স্বীকার করেছেন যে জর্জ সোরোস একজন পুরনো বন্ধু। এটা খুবই উল্লেখযোগ্য।'