বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ভুলতে হবে পুরনো ফল, চাই নয়া উদ্যম’, দিল্লিতে সুকান্ত-দিলীপদের ‘পেপ-টক’ সন্তোষের

‘ভুলতে হবে পুরনো ফল, চাই নয়া উদ্যম’, দিল্লিতে সুকান্ত-দিলীপদের ‘পেপ-টক’ সন্তোষের

দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। (ফাইল ছবি, এএনআই এবং টুইটার)

দলে ‘নতুন উদ্যম’ আনতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের বিশেষ বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।

পুরভোটে খুবই বাজে ফল করেছে বিজেপি। ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধলেও বিজেপির রাজ্য নেতৃত্ব নিজেরাও জানত যে গুটিকয়েক ওয়ার্ড ছাড়া সেভাবে বাকি ওয়ার্ডে লড়াই দেওয়ার মতো জায়গায় তারা ছিলেন না। কলকাতায় যে এখনও বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি, এই পুরভোট তারই প্রমাণ। গতবারের ৭টি ওয়ার্ডের থেকেও কমে এবারে বিজেপির আসন সংখ্যা গিয়ে ঠেকেছে তিনে। আর এরপর দিনই রাজ্য সংগঠনে রদবদল নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দলে ‘নতুন উদ্যম’ আনতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের বিশেষ বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।

জানা গিয়েছে বৃহস্পতিবার সন্তোষের বাড়িতে বৈঠকে বসেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং বিজেপির সর্বভারতী সহসভাপতি দিলীপ ঘোষ। বিধানসভায় সেঞ্চুরির বহু আগেই থমকে যাওয়ার পর থেকেই বিজেপিতে শুরু হয়েছে রক্তক্ষরণ। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীদের মতো বহু হেভিওয়েট ফিরে গিয়েছেন ঘাসফুল শিবিরে। উপনির্বাচনে নিজেদের জেতা আসন ধরে রাখতে অক্ষম হয় বিজেপি। আর কলকাতা পুরভোটে শোচনীয় ফলের পর দলের কঙ্কালসার চেহারা অনেকটাই প্রকাশ্যে এসে পড়েছে। এই আবহে দলকে নতুন ভাবে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে শীর্ষ নেতৃত্ব। আর এই ঘুঁটি সাজানোর মাঝেই দলের রাজ্য স্তরীয় তিন হেভিওয়েটের সঙ্গে বিএল সন্তোষের এই বৈঠক বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে কলকাতা পুরভোটের পর এবার রাজ্য জুড়ে শতাধিক পুরসভায় ভোট হবে। সেই সব পুরভোটে বিজেপির পায়ের তলার জমি শক্ত করতে সংগঠনে এসেছে বড়সড় রদবদল। নয়া ঘোষিত কমিটিতে যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল খাঁ, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। কমিটি থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু। এই রদবদলের মাধ্যমে রাজ্যের বাকি পুরভোটে কিছুটা হলেও লড়াই দিয়ে ২০২৪ লোকসভার জন্য জমি তৈরি করতে মরিয়া বিজেপি। সূত্রের খবর, এই আবহে সুকান্ত-দিলীপদের আগের সব ফলাফল ভুলে সামনের দিকে তাকিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বিএল সন্তোষ।

বন্ধ করুন