ইতিমধ্যেই জিনাত কাণ্ডের রেশ কাটেনি। এদিকে, খবরে আরও এক রয়্যাল বেঙ্গল টাইগার। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ড সীমান্তে পাওয়াও গিয়েছে। এই পরিস্থিতিতে খবরে এবার কালো লেপার্ড! এই কালো লেপার্ড দুর্লভ প্রাণী। সহজে এর দেখা সাধারণত পাওয়া যায় না। তবে এমনই এক কালো লেপার্ড দেখা দিয়েছে ওড়িশার নয়াগড়ের জঙ্গলে।
এবার খবরে ওড়িশার নয়াগড়ের জঙ্গল। সেখানে এক দুর্লভ কালো লেপার্ডকে দেখা গিয়েছে জঙ্গল দাপিয়ে বেড়াতে। এক ছবিতে দেখা যাচ্ছে, সে মুখে শাবক নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরছে। একটি ভিডিয়োতেও তার ছবি প্রকাশ্যে এসেছে। 'সোয়্যাগে' মাত করা এই লেপার্ডের গতিবিধি ধরা পড়েছে বনদফতরের ট্র্যাপ ক্যামেরায়। এমন কালো লেপার্ডের হদিশ মেলায় উচ্ছ্বসিত বনদফতর।
প্রধান মুখ্য বনপাল (বনদফতর) প্রেম কুমার ঝা এক এক্স পোস্টে লিখেছেন,' মধ্য ওড়িশায় শাবক সহ একটি বিরল মেলানিস্টিক লেপার্ড দেখা গিয়েছে, যা এই অঞ্চলের অবিশ্বাস্য জীববৈচিত্র্যকে প্রতিফলিত করে। এই অধরা 'ব্ল্যাক প্যান্থার'গুলি বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক - তাদের আবাসস্থল রক্ষা করে, একটি সমৃদ্ধ বন্যপ্রাণী ঐতিহ্য নিশ্চিত করে।' উল্লেখ্য, তথ্য বলছে, ভারতে জঙ্গলে কালো লেপার্ড বা মেলানিস্টিক লেপার্ডের হদিশ পাওয়া খুবই দুপ্লভ ব্যাপার! ব্ল্যাক প্যান্থারের দেখা বহু সময় পাওয়া গিয়েছে দক্ষিণের কাবিনী রিজার্ভ ফরেস্টে। এখানে এই ব্ল্যাক প্যান্থার ‘ঘোস্ট অফ কাবিনী’ নামেও অনেকের কাছে পরিচিত। এছাড়াও কর্ণাটকের দান্দেরি অংশি টাইগার রিজার্ভ, কুদ্রেমুখ ন্যাশনাল পার্কে এদের দেখা মাঝে সাঝে মেলে। পশ্চিমঘাট পর্বতমালায় ব্ল্যাক প্যান্থার অনেক সময় দেখা যায় ভদ্র ওয়াইল্ড লাইফ অভয়ারণ্যে। এছাড়াও মধ্য প্রদেশের পেঞ্চ ন্যাশনাল পার্ক, গোয়ার মহাদেই অভয়ারণ্য, তামিলনাড়ুর নীলগিরির জঙ্গলের এমন দুর্লভ প্রাণীটিকে দেখা যায়।
তবে, রিপোর্ট বলছে, ওড়িশায় এই প্রথম এম কালো লেপার্ডের দেখা মিলল তা নয়। এর আগে, সুন্দরগড়ের হেমগিরি অরণ্যেও এমন লেপার্ড দেখা গিয়েছে। ২০১৮ সালে প্রথমবার ট্র্যাপ ক্যামেরায় এমন কালো লেপার্ডের ছবি দেখা গিয়েছে। বলা হয়, লেপার্ড সহজে ধরা দেয়না, তারা লুকিয়ে চুরিয়ে চলতেই ভালো বাসে। তবে নয়াগড়ে যেটিকে দেখা গিয়েছে, সেই লেপার্ডের আগমন কোথা থেকে, তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। বনদফতর এদিকে, জানিয়েছে, কালো লেপার্ডকে বাঁচিয়ে রাখা আর তাদের সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে তাদের তরফেও। সব মিলিয়ে, বাঘিনী জিনাতের পর এবা খবরে কালো লেপার্ড।