বাংলা নিউজ > ঘরে বাইরে > গাজিয়াবাদের পটকা কারখানায় তীব্র বিস্ফোরণ, নিহত ৭ শ্রমিক

গাজিয়াবাদের পটকা কারখানায় তীব্র বিস্ফোরণ, নিহত ৭ শ্রমিক

মোদী নগরের এক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন সাত জন।

পার্টিতে ফাটানোর পটকা বানানোর সময় তীব্র বিস্ফোরণ ঘটে।

রবিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোদী নগরের এক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন সাত জন। 

গাজিয়াবাদের পুলিশ সুপার নীরজ কুমার জাদাউন জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ওই কারখানায় আগুন লেগে গেলে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ সাত জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন। 

পুলিশের দাবি, এ দিন কারখানার ২০-২৫ জন শ্রমিক পার্টিতে ফাটানোর পটকা বানানোর সময় তীব্র বিস্ফোরণ ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারখানার মালিকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। খতিয়ে দেখা হচ্ছে কারখানার নথিপত্রও।

স্থানীয় গ্রামবাসী ভূপেন্দ্র কুমারের অভিযোগ, ওই কারখানার কোনও বৈধ লাইসেন্স নেই এবং সেখানে কোনও সতর্কতামূলক নিরাপত্তাবিধি মেনে চলা হয় না।

তাঁর দাবি, ‘কারখানাটি সম্পূর্ণ অবৈধ ভাবে চলছিল। কিছু দিন আগে কারখানায় পুলিশ হানা দেয়। তার পরেও তা বন্ধ হয়নি। স্থানীয় পুলিশ গোটা বিষয়টিই জানে।’

বন্ধ করুন