কাবুলে এক শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। যদিও সরকারি সংখ্যাটা এখও সঙ্গে জখম হয়েছেন আরও বহু। ‘কাজ এডুকেশন সেন্টার’ নামক এক শিক্ষা প্রতিষ্ঠানে আজ পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য এই পরীক্ষা নেওয়া হচ্ছিল। সেই পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ৭টা নাগাদ বিস্ফোরণ ঘটে।
কাবুল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কাবুলের সিজে এলাকায় অবস্থিত ‘কাজ এডুকেশন সেন্টারে’ বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। তবে হামলায় কতজন যুক্ত ছিল তা এখনও স্পষ্ট নয়। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে জখমদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, মৃতদের অধিকাংশ শিয়া এবং হাজারা। তারা আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের।
কাবুল পুলিশ খালিদ জাদরান বলেন, ‘কাবুল পুলিশ খালিদ জাদরান বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন একটি আত্মঘাতী বোমা হামলা হয়। দুর্ভাগ্যবশত, ১৯ জন নিহত এবং ২৭ জন জখম হয়েছে।’ পরে অবশ্য বিলাল সারওয়ারি নামক এক আফগান সাংবাদিক দাবি করেন, ১০০টি মৃতদেহ এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, ‘নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে, হামলার ধরন এবং হতাহতদের বিস্তারিত পরে প্রকাশ করা হবে।’ তাঁর কথায়, ‘সাধারণ মানুষের উপর এই হামলা প্রমাণ করে যে শত্রুরা অমানবিক, নিষ্ঠুর এবং তাদের নৈতিক মানদণ্ডের অভাব রয়েছে।’ এদিকে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মৃত এবং জখম সবাই প্রাপ্তবয়স্ক বলে জানা গিয়েছে। অনলাইনে পোস্ট করা ভিডিয়ো এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফটোতে দেখা গিয়েছে রক্তাক্ত অবস্থায় বহু আক্রান্তকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।