বাংলা নিউজ > ঘরে বাইরে > Blue water coming out from taps: কল থেকে বেরোচ্ছে নীল রঙের জল, সঙ্গে ফেনা! মেঝেতে পড়লে চকচক করছে টাইলসও- ভিডিয়ো

Blue water coming out from taps: কল থেকে বেরোচ্ছে নীল রঙের জল, সঙ্গে ফেনা! মেঝেতে পড়লে চকচক করছে টাইলসও- ভিডিয়ো

কল থেকে বেরোচ্ছে নীল রঙের জল, সঙ্গে ফেনা। (ছবি সৌজন্যে, এক্স @kamleshksingh)

কল থেকে গাঢ় নীল রঙের জল বেরোচ্ছে। সঙ্গে পুরো ফেনা ভরতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমনই অবস্থা হয়েছে যে বাথরুমের মেঝেতে পড়লে টাইলসও পুরো পরিষ্কার হয়ে আসছে। ঝকঝক করছে টাইলস। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

কল খুললেই নীল জল পড়ছে। আর সেই জল থেকে রীতিমতো ফেনা হচ্ছে। আচমকা দেখলে মনে হবে, কাপড় কাচার পরে যে জল পড়ে থাকে, সেটাই যেন বেরোচ্ছে। আর কাপড় কাচার ফলে নীল রং উঠেছিল। সেজন্য জলের রংটা নীল হয়ে গিয়েছে। দিল্লিতে এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। ছড়িয়ে পড়েছে অসংখ্য মিমও। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির কয়েকটি এলাকায় যে এরকম মারাত্মক দূষিত আসছে, তা স্বীকার করে নিয়েছে দিল্লি জল বোর্ড। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

কোথায় সেই ঘটনা ঘটছে?

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আউটার দিল্লির পীরাগড়ি গ্রামে সেই ঘটনা ঘটছে। সপ্তাহদুয়েকের বেশি সময় ধরে কল খুললেই নীল জল বেরিয়ে আসছে। যেখানে জল পড়ছে, সেখানেই ফেনা হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামের একপাশে একাধিক রাসায়নিক এবং ডেনিম কারখানা আছে। কারখানা থেকে যে রাসায়নিক বের হচ্ছে, তা দিল্লি জল বোর্ডের সরবরাহ করা জলকে দূষিত করে দিচ্ছে। আর এখন তো পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

আরও পড়ুন: Beneficial Tax Regime: ৭ লাখ থেকে ৭ কোটি- আপনার আয় কত হলে কোন কর কাঠামোয় বেশি টাকা বাঁচবে? রইল হিসাব

মেঝের টাইলসও পরিষ্কার হয়ে যাচ্ছে, দাবি গ্রামবাসীর

সেই পরিস্থিতিতে গ্রামের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন গ্রামবাসীরা। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মণীশ কুমার নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন যে জলের রং এতটাই নীল যে মেঝের টাইলসও একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নীল রঙের জল বেরনোর ছবি পোস্ট করে এক নেটিজেন বলেন, ‘দিল্লির লোকজন নীল জল পাচ্ছেন। তাঁদের বাড়তি কোনও টাকাও দিতে হচ্ছে না। তারপরও ওঁরা অভিযোগ করে যাচ্ছেন। কেউ-কেউ কোনওদিনই খুশি হবেন না। অনেকে তো সাধারণ জলও পান না।’

আরও পড়ুন: BJP MP on ‘rising Muslim population’: ‘হিন্দুরা গায়েব হয়ে যাবে’, ক্রমশ ‘মুসলিম বাড়ছে’, বাংলাকে দায়ি করলেন BJP সাংসদ

পঞ্চায়েত প্রধান কী বলছেন?

ওই গ্রামের পঞ্চায়েত প্রধান বিনোদ শওকিন জানান যে এমনিতেই তাঁদের এলাকার জলের গুণগত মান নিয়ে একাধিক প্রশ্ন আছে। গত চার মাস ধরে ঠিকমতো জল আসছে না। আর গত দু'সপ্তাহে তো কল খুললেই নীল জল বের হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান।

আরও পড়ুন: Rain Forecast in WB amid Low Pressure: নিম্নচাপের মধ্যে আজ ভারী বৃষ্টি ২ জেলায়, অগস্টের শুরুতেও কোনগুলিতে কম বর্ষণ হবে?

পরবর্তী খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.