পোওয়াই, চেম্বুর, ভিখরোলির মতো মুম্বইয়ের একাধিক জায়গা থেকে গ্যাস লিকের অভিযোগ আসছিল। কিন্তু সেই সমস্ত এলাকায় গ্যাস লিকের কোনও প্রমাণ মেলেনি বলে জানাল দমকল। তবে আন্ধেরিতে ঝাঁঝালো গ্যাসের গন্ধ পাওয়া গিয়েছে।
প্রধান দমকল আধিকারিক পি এস রাহাঙ্গদালে বলেন, 'সংশ্লিষ্ট এলাকাগুলিতে কোনও গ্যাস লিকের খোঁজ পাওয়া যায়নি। পোওয়াই থেকে আরও ফোন এসেছে এবং আন্ধেরিতে গ্যাসের গন্ধ পাওয়া গিয়েছে। গ্যাস লিক কোথায় হয়েছে, তা খুঁজে বের করতে দমকলের ১৭ টি ইঞ্জিন কাজ করছে এবং আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে। জরুরির পরিস্থিতির জন্য বিশেষ গাড়ি তৈরি রাখা হয়েছে।'
তিনি জানান, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল), মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল), রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারস (আরসিএফ) এবং পুলিশকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।
শনিবার রাতে পোওয়াই, চেম্বুর, ভিখরোলি, ঘাটকোপার কঞ্জুমার্গের বাসিন্দাদের থেকে গ্যাস লিকের অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানায় বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)। পুরনিগমের বিপর্যয় মোকাবিলা সেলের প্রাথমিক তথ্য অনুযায়ী, গোভান্দির (পূর্ব) ইউএস ভিটামিন কোম্পানিতে গ্যাস লিক হচ্ছে বলে রাত ৯ টা ৫৩ মিনিটে প্রথম খবর মেলে। পুরনিগমের তরফে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি ঝাঁঝালো গন্ধের কারণে কারোর সমস্যা হলে মুখ এবং নাকে ভিজে গামছা বা কাপড়ে জড়িয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে রবিবার সকালে একটি টুইটবার্তায় বিএমসি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গন্ধের উৎসস্থলের খোঁজ চলছে।
আগেও মুম্বইয়ে গ্যাস লিকের অভিযোগ মিলেছিল। গত বছর সেপ্টেম্বরের সেই ঘটনায় অবশ্য কোথা থেকে গ্যাস লিক হচ্ছে, তা চিহ্নিত করা গিয়েছিল।