চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন করানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। তারা আগামী অগস্টের মধ্যে সাধারণ নির্বাচন সম্পন্ন জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়েছে। তাদের বক্তব্য, বাংলাদেশে এখন বেশ স্থিতিশীলতা এসেছে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আর বিলম্বিত করার কোনও মানে নেই। মঙ্গলবার লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির রাতভর বৈঠক চলে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
আরও পড়ুন: ‘খুনি শেখ হাসিনার প্রেমে বিগলিত ভারত’, কতদিন থাকতে দেবে? বিস্ফোরক বাংলাদেশি নেতা
আলমগীর বলেন, স্থায়ী কমিটি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পরিকল্পিত নির্বাচনের সময়সীমা নিয়ে দীর্ঘ আলোচনা করেছে। কিন্তু, তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ভোটার তালিকার কাজ শেষ করতে এক মাসের বেশি সময় লাগবে না। এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট কাজে খুব বেশি হলে এক থেকে দুই সময় লাগবে। ফলে এতদিন নির্বাচন না করার কোনও মানে নেই।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেহেতু নির্বাচন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে এবং শাসনব্যবস্থায় যথেষ্ট স্থিতিশীলতা রয়েছে, তাই জাতীয় নির্বাচন আর বিলম্বিত করা চলবে না। এরফলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে।’ দলটি অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেছে। বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধি এবং কর বৃদ্ধির পরিকল্পনার সমালোচনা করেছে।
আলমগীর বলেন, ‘আমরা বারবার বলেছি নির্বাচিত সরকারের বিকল্প নেই এবং এটাই গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ এর পাশাপাশি আলমগীর দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ইউনুস এবং তাঁর উপদেষ্টারা বরাবরই বলে আসছেন, নির্বাচনের জন্য সংস্কার ও প্রস্তুতি চলছে। কিছু মৌলিক সংস্কার সম্পন্ন করার পরে নির্বাচনের আয়োজন করা হবে। তবে আলমগীর বলেন, এটি একটি অব্যাহত প্রক্রিয়া এবং বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি মহাসচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না। আগে জাতীয় নির্বাচন করতে হবে।
পূর্বের ভোটের কথা উল্লেখ করে আলমগীর বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। জনগণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে চায়। উল্লেখ্য, গত ৫ অগস্ট হাসিনার সরকারের পতনের পর এখন বাংলাদেশে বিএনপি কার্যত দেশটির সবচেয়ে বড় সংগঠিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে।খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন।