বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Election: দ্রুত ভোট, নাকি সংস্কার? কী চাইছেন ইউনুস? BNP নেতার কথায় এ কীসের ইঙ্গিত?

Bangladesh Election: দ্রুত ভোট, নাকি সংস্কার? কী চাইছেন ইউনুস? BNP নেতার কথায় এ কীসের ইঙ্গিত?

ঢাকায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, নির্বাচন নিয়ে তাঁদের দলের অবস্থান একেবারেই স্পষ্ট। তাঁদের দাবি, আগে জাতীয় নির্বাচন করতে হবে। এবং তারপর স্থানীয় বা আঞ্চলিক নির্বাচনগুলি সারতে হবে। মির্জা ফখরুল সাংবাদিকদের জানিয়েছেন, এদিনের বৈঠকেও দলের এই অবস্থান তুলে ধরেছেন তাঁরা।

কবে হবে বাংলাদেশের নির্বাচন? না, শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের পরও সেই বিষয়ে কোনও নির্দিষ্ট উত্তর পাওয়া গেল না। যদিও সেই প্রক্রিয়া দ্রুত সারা হবে বলেই আশা প্রকাশ করেছেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন প্রায় বেলা ৩টে (স্থানীয় সময় অনুসারে) থেকে ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের (প্রায় ১০০ জন) সঙ্গে প্রথম বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সাত সদস্যের এই কমিশনের মাথায় রয়েছেন মহম্মদ ইউনুস নিজেই।

সেই বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল জানান, নির্বাচন নিয়ে তাঁদের দলের অবস্থান একেবারেই স্পষ্ট। তাঁদের দাবি, আগে জাতীয় নির্বাচন করতে হবে। এবং তারপর স্থানীয় বা আঞ্চলিক নির্বাচনগুলি সারতে হবে। মির্জা ফখরুল সাংবাদিকদের জানিয়েছেন, এদিনের বৈঠকেও দলের এই অবস্থান তুলে ধরেছেন তাঁরা।

বাংলাদেশি সংবাদমাধ্যমে এই বৈঠক সংক্রান্ত যেসমস্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা থেকেই স্পষ্ট যে এদিনও সংস্কারের কাজগুলির উপরেই গুরুত্ব আরোপ করেছেন মহম্মদ ইউনুস। মির্জা ফখরুলের কথাতেও কার্যত তারই আভাস মিলেছে।

বাংলাদেশি সংবাদমাধ্যম 'প্রথম আলো'-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে - তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রথম বৈঠক করলেন। এই বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন। দলগুলির কাছে আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে প্রতিবেদনগুলি বিভিন্ন কমিশন জমা দিয়েছে, সেগুলির উপর আলাপ - আলোচনা হবে। দলগুলি এ নিয়ে কমিশনগুলির সঙ্গে কথা বলবে। এবং একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই মূল কথা। আজ প্রাথমিক আলোচনা (হয়েছে), বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে।'

আর এই প্রেক্ষিতেই মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেছেন, 'আমরা আশা করব, খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে, সেটির উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।'

অর্থাৎ - যেখানে কেয়ারটেকার সরকার এখনও সংস্কারের উপরেই গুরুত্ব দিচ্ছে, সেখানে বিএনপি-র মতো রাজনৈতিক দলগুলি মূলত বাংলাদেশে দ্রুত নির্বাচন করানো ও নির্বাচিত স্থায়ী সরকার গঠনের বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছে।

পাশাপাশি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বৈঠক প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি জানিয়েছেন, এদিনের এই প্রথম বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক। যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপিত করেছে। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকর বা গঠনমূলক আলোচনা হয়নি।

পরবর্তী খবর

Latest News

শামি-কামিন্সদের আত্মবিশ্বাসকে হত্যা করছে SRH? ভনের যুক্তি, শুরু নতুন বিতর্ক মাদ্রাসাগুলিতেও চালু হবে হলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতা বাড়ল আবাসিক পড়ুয়াদের গৃহপ্রবেশের 'জঘন্য' এডিটিং দেখে হেসে খুন দর্শকরা! বইছে ট্রোলের বন্যা রুতুরাজ কি ওপেনে ফিরবেন? RCB-র জার্সিতে দেখা যাবে ভুবিকে? দেখুন সম্ভাব্য একাদশ মায়ানমারে ৭.৭২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির মন্ডলে শহরে, অনুভূত বাংলাতেও ল্যাকমে ফ্যাশন উইকে অনামিকা খান্নার পোশাক পরে হাঁটলেন সারা! আপ্লুত নীলাঞ্জনা সঙ্গে নেই ছেলে, কাকে প্লেনের মধ্যে ঘুম পাড়ানি গান গেয়ে শোনালেন শ্রেয়া? 'অভিনেতা হিসেবেও সলমন আমার থেকে ভালো…', ভাইজানের প্রশংসা পঞ্চমুখ আমির! ঘরে কি দিনরাত ঝগড়া লেগেই আছে? আজই করুন এই বাস্তু প্রতিকারগুলি চিনা ঋণে সুদের হার থেকে জল সম্পদ.. শি-ইউনুস মুখোমুখি হতেই কী কী আলোচনা?

IPL 2025 News in Bangla

শামি-কামিন্সদের আত্মবিশ্বাসকে হত্যা করছে SRH? ভনের যুক্তি, শুরু নতুন বিতর্ক রুতুরাজ কি ওপেনে ফিরবেন? RCB-র জার্সিতে দেখা যাবে ভুবিকে? দেখুন সম্ভাব্য একাদশ 6,6,6: মাঠে নেমেই ছক্কার হ্যাটট্রিক, ধোনিদের বিরল IPL রেকর্ড ছুঁলেন কামিন্স ২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো উপ্পলে ট্র্যাভিসের স্টাম্প ছিটকে দিয়ে ইন্দ্রপতন ঘটানো প্রিন্স যাদব কে?- ভিডিয়ো LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.