‘খুনি শেখ হাসিনার প্রেমে বিগলিত ভারত’- এমনই মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি অভিযোগ করেন, নিজের শাসনকালে বাংলাদেশকে দুর্নীতি এবং লুটপাটের আখড়ায় পরিণত করেছিলেন হাসিনা। শুধু তাই নয়, বাংলাদেশের হত্যালীলা চালিয়েছিলেন। রাজনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছিলেন বাংলাদেশকে। আর তারপর পালিয়ে ভারতে চলে গিয়েছেন বলে দাবি করেন বিএনপি নেতা। সেইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতের স্বার্থ সুরক্ষিত করতেন হাসিনা। তাই 'খুনের রানি' হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আর বাংলাদেশ পাসপোর্ট বাতিল করে দেওয়ার পরও ভিসার মেয়াদ বাড়িয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা।
হাসিনাকে ভারত কতদিন আশ্রয় দেবে? প্রশ্ন বিএনপি নেতার
সেখানেই থামেননি রিজভি। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার দোহারের জয়পাড়া ডিগ্রি কলেজের পড়ুয়াদের নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে বিএনপি নেতা আরও দাবি করেন, বাংলাদেশের মানুষের টাকা বিদেশে পাচার করে দিতেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা এবং পরিবারের লোকজন। সেই হাসিনাকে ভারত কতদিন আশ্রয় দেবে, সেই প্রশ্ন তোলেন বিএনপির যুগ্ম মহাসচিব।
ভিসার মেয়াদ বেড়েছে হাসিনার
যদিও নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় আধিকারিকরা ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়নি। ভারতে এরকম কোনও আইন নেই। তাঁর ভিসার মেয়াদ অবশ্য বাড়ানো হয়েছে। যে প্রক্রিয়ায় যুক্ত ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর স্থানীয় 'ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস'-র (বৈদেশিক আঞ্চলিক নথিভুক্তকরণ কার্যালয়) ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
ডিসেম্বরে আর্জি ঢাকার, কী বলেছে ভারত?
তারইমধ্যে গত ডিসেম্বরের শেষের দিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আর্জি জানিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয় ঢাকা। গত ২৩ ডিসেম্বরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হাসিনার প্রত্যর্পণের আর্জি জানিয়ে বাংলাদেশ হাইকমিশনের তরফে স্বাক্ষরবিহীন কূটনৈতিক নথি জমা দেওয়া হয়েছে। যদিও সেইসময় বিষয়টি নিয়ে আর কিছু বলার নেই বলে জানিয়ে দেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
আর সেই বিষয়টি নিয়ে ভারতের তরফে এখনও কিছু জানানো হয়নি বলে বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে। বৃহস্পতিবারও ঢাকার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, হাসিনার প্রত্যর্পণের যে আর্জি জানানো হয়েছিল, সেটা পেয়েছে ভারত। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে এখনও কোনও জবাব মেলেনি বলে ঢাকার তরফে দাবি করা হয়েছে। যে হাসিনা অবশ্য মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন বলে দাবি করেছেন আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।