বাংলা নিউজ > ঘরে বাইরে > Board Exam Toppers Helicopter Ride: বোর্ড পরীক্ষার টপারদের অভিনব সংবর্ধনা,১২৫ পড়ুয়াকে হেলিকপ্টারে চড়ালেন মুখ্যমন্ত্রী

Board Exam Toppers Helicopter Ride: বোর্ড পরীক্ষার টপারদের অভিনব সংবর্ধনা,১২৫ পড়ুয়াকে হেলিকপ্টারে চড়ালেন মুখ্যমন্ত্রী

১২৫ পড়ুয়াকে হেলিকপ্টারে চড়ালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছবি - টুইটার

পরীক্ষায় ভালো করলে হেলিকপ্টারে চাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্য এবং প্রতিটি জেলায় শীর্ষ স্থানাধিকারী ১২৫ জন পড়ুয়াকে হেলিকপ্টারে ‘জয়রাইড’ দেওয়া হল।

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ভালো ফল করায় ১২৫ জন পড়ুয়াকে হেলিকপ্টারে চড়ালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আগেই পরীক্ষার্থীদের উদ্দেশে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করলে হেলিকপ্টারে চড়িয়ে সংবর্ধনা দেওয়া হবে তাদের। সেই মতো শনিবার কৃতী ছাত্রছাত্রীদের এই অভিনব কায়দায় পুরস্কৃত করা হল।

সরকারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ঘোষণা অনুসারে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রাজ্য এবং জেলাভিত্তিক শীর্ষ স্থানাধিকারিদের সাত আসনের হেলিকপ্টারে ‘জয়রাইড’ দেওয়া হয়েছে শনিবার। রায়পুরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত করা হয়। সেখান থেকেই ১২৫ জন পড়ুয়াকে হেলিকপ্টারে চড়ানো হয়। সরকারি আধিকারিক আরও দাবি করেন, এই প্রথম ভারতের কোথাও কৃতী পরীক্ষার্থীদের এই ভাবে সংবর্ধনা দেওয়া হল। এর আগে মে মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দশম এবং দ্বাদশ বোর্ড পরীক্ষার ক্রম তালিকার শীর্ষে থাকা ১০ মেধাবী ছাত্রদের হেলিকপ্টার যাত্রার মাধ্যমে পুরস্কৃত করা হবে।

এই হেলিকপ্টার রাইডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রায়পুরের বর্ষা দেওয়ানগান। তিনি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় রায়পুরে প্রথম স্থান এবং ছত্তিশগড়ে দশম স্থান অর্জন করেছিলেন। তিনি বলেন, ‘এই উড়ানের সময় খুব উত্তেজিত ছিলাম আমি এবং এটি একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।’ এদিকে দেবানন্দ কামেটি বলেন, ‘হেলিকপ্টারে উড়ে আমি খুব আনন্দ পেয়েছি এবং এটা আণার জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে চিরকাল। কারণ আমি যে জায়গা থেকে এসেছি সেখানে ভালো রাস্তা পর্যন্ত নেই।’

বন্ধ করুন