বাংলা নিউজ > ঘরে বাইরে > বুড়িগঙ্গায় নৌকাডুবি, মৃত্যু একই পরিবারের ৩ জনের, নিখোঁজ ১

বুড়িগঙ্গায় নৌকাডুবি, মৃত্যু একই পরিবারের ৩ জনের, নিখোঁজ ১

বুড়িগঙ্গায় নৌকাডুবি, মৃত্যু একই পরিবারের ৩ জনের। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

বুড়িগঙ্গায় নৌকা ডুবি হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিখোঁজ একজন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনার জন্য দায়ী নৌকাটিকে পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল পৌনে ১০টা নাগাদ বুড়িগঙ্গায় ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা কেরানিগঞ্জের দিকে যাচ্ছিল। নৌকাটিতে ১০ জন যাত্রী ছিল। তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নৌকাডুবির ঘটনায় রেখা (‌২৮)‌, তাঁর মেয়ে সানজিদা (‌৮)‌, ভাগ্নে শফিকুল (‌৭)‌–এর মৃত্যু হয়েছে। এরা সকলেই কেরানিগঞ্জের খোলামোড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় রেখার বোন শীতলের (২৭)‌ কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ডুবুরি নামিয়ে তাঁকে খোঁজার কাজ চলছে। এর আগে দুপুর পৌনে ১টা নাগাদ প্রথমে রেখার মৃতদেহ উদ্ধার হয়। এরপর আস্তে আস্তে সানজিদা ও শফিকুলের মৃতদেহ উদ্ধার হয়।

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ আধিকারিক আবদুল সোবহান জানান, খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজনকে উঠিয়ে আনা সম্ভব হলেও এখনও পর্যন্ত দুই নারী ও দুই শিশু নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা।

বন্ধ করুন