বিহারের কাটিহারের বড়নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। তাঁদের দেহ উদ্ধার করেছে এসডিআরএফের টিম। কাটিহারের বারারি ব্লকে এই দুর্ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। শনিবার সন্ধ্যের এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর আসে। এরপর বাকি ২ জনের দেহ জল থেকে ভেসে ওঠে।
বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ঘটনা ঘিরে শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, শনিবার এই ঘটনা দুপুর ৩.১৫ মিনিট নাগাদ ঘটে। দুর্ঘটনার সময় নৌকায় বসেছিলেন অনেকেই। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্য হয়েছে। ঘটনার সময় নৌকায় থাকা যাত্রীরা নিকটবর্তী মারঘিয়া গ্রাম থেকে ফিরছিলেন বাড়ি। মাঝ নদীতে নৌকা আসতেই তা ডুবে যায় বলে খবর। জানা যায়, দু'জন কোনও মতে বেঁচে সাঁতরে নদী থেকে উঠেছিলেন। তবে বাকিরা নদীতে ডুবে যান। এরপর দুই মহিলার দেহ নদীতে ভেসে ওঠে। তাঁদের মধ্যে একজন ১৯ বছরের রুবি কুমারী ও ৪২ বছর বয়সী উমা দেবী। এছাড়াও বাকিদের উদ্ধারে অনেকেই নেমেছিলেন জলে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে থেকে শকিল আহমেদ, ববিতা কুমারী, দুখন পাসওয়ান, রুচি কুমারী ও বিকাশ কুমার।
জানা গিয়েছে, স্থানীয় ১০ জন সেখানে জলে নেমে নিখোঁজদের খুঁজতে শুরু করেন। এছাড়াও এসডিআরএফের টিম সেখানে পৌঁছয়। তবে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে খবর। জানা গিয়েছে, নদী পার করে এক গ্রাম থেকে অন্য গ্রামে তাঁরা চাষের কাজে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই ঘটে যায় ও ই ঘটনা।