বাংলা নিউজ > ঘরে বাইরে > Assam Mine Disaster: অসমের খনি বিপর্যয়ে নিখোঁজ পাঁচ শ্রমিকের দেহ উদ্ধার, রয়েছেন এই বাংলার এক বাসিন্দাও

Assam Mine Disaster: অসমের খনি বিপর্যয়ে নিখোঁজ পাঁচ শ্রমিকের দেহ উদ্ধার, রয়েছেন এই বাংলার এক বাসিন্দাও

প্রায় ৩০০ ফুট গভীর খনি থেকে জমা জল বের করে তবেই নিখোঁজ পাঁচ শ্রমিকের দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। (File Photo - PTI)

গত ৬ জানুয়ারি এই ভয়াবহ খনি বিপর্যয়ের ঘটনাটি ঘটে। একটি বেআইনি খনি থেকে কয়লা বের করার সময় হঠাৎই সেখানে প্লাবন দেখা দেয়। এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুসারে - ভূগর্ভস্থ কোনও ঝরনা বা জলভাণ্ডার থেকেই ওই জল খনিতে ঢোকে। এবং অল্প সময়ের মধ্যেই খনিটি জলে পরিপূর্ণ হয়ে যায়। শ্রমিকরা ভিতরে আটকে পড়েন।

অসমের ডিমা হাসাও জেলার খনি দুর্ঘটনায় নিখোঁজ পাঁচ শ্রমিকের দেহ উদ্ধার করা হল। দুর্ঘটনার ৪৪ দিন পর ওই পাঁচজন হতভাগ্য শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হল। যাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক শ্রমিকও রয়েছেন। আগেই এই ঘটনায় আরও চার শ্রমিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের সূত্র মারফত বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) একথা জানা যায়। যদিও পরে, এদিন বিকেলেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ নিয়ে তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন।

মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ উমরাংসো খনি থেকে জল বের করার কাজ সেই স্তর পর্যন্ত সম্পন্ন হল, যতটা জল বের করা হলে উদ্ধারের কাজ পুনরায় শুরু করা সম্ভব। বাকি পাঁচজন শ্রমিকের দেহাবশেষও উদ্ধার করা হয়েছে। এবং সেগুলি খনির ভিতর থেকে উদ্ধার করে আনা হয়েছে। ওই দেহাবশেষগুলি শনাক্তকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি এই ভয়াবহ খনি বিপর্যয়ের ঘটনাটি ঘটে। একটি বেআইনি খনি থেকে কয়লা বের করার সময় হঠাৎই সেখানে প্লাবন দেখা দেয়। এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুসারে - ভূগর্ভস্থ কোনও ঝরনা বা জলভাণ্ডার থেকেই ওই জল খনিতে ঢোকে। এবং অল্প সময়ের মধ্যেই খনিটি জলে পরিপূর্ণ হয়ে যায়। শ্রমিকরা ভিতরে আটকে পড়েন।

সেই ঘটনার পর একাধিক উদ্ধারকারী দলকে কাজে লাগানো হয়। অধিকাংশ শ্রমিক প্রাণ নিয়ে বাইরে বেরোতে সমর্থ হলেও ন'জন শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁদের মধ্যে চারজনের দেহ উদ্ধার করা হলেও বাকি পাঁচজন এত দিন নিখোঁজ ছিলেন। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন, ওই পাঁচ শ্রমিকের জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত কম। অবশেষে মুখ্যমন্ত্রীর সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল।

এদিন অবশিষ্ট পাঁচ শ্রমিকের দেহাবশেষ উদ্ধার হওয়ার পর ডিমা হাসাওয়ের ডেপুটি কমিশনার সীমন্ত কুমার দাস বলেন, 'যে পাঁচজন শ্রমিক গত ৪৪ দিন ধরে নিখোঁজ ছিলেন, উদ্ধারকারীরা তাঁদের সকলেরই দেহাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।'

সীমন্ত জানিয়েছেন, ওই খনির গভীরতা প্রায় ৩০০ ফুট। জলস্তর নির্দিষ্ট গভীরতা পর্যন্ত নামিয়ে আনার পরই সেখানে উদ্ধারকাজ চালাতে সক্ষম হন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা এবং অন্যান্য বাহিনীর সদস্যরা - যাঁরা একত্রে এই অভিযান চালাচ্ছিলেন। বর্তমানে ওই খনির মাত্র ১ ফুটের মতো অংশ জলে ডুবে রয়েছে বলেও জানিয়েছেন ডেপুটি কমিশনার।

এদিন যে পাঁচ শ্রমিকের দেহাবশেষ উদ্ধার হয়েছে বলে মনে করা হচ্ছে (যেহেতু এখনও শনাক্তকরণ প্রক্রিয়া সারা হয়নি), তাঁদের মধ্যে রয়েছেন - হুসেন আলি (৩০), জাকির হুসেন (৩৮) এবং মুস্তাফা শেখ (৪৪)। এই তিনজন অসমের দারাং জেলার বাসিন্দা ছিলেন।

বাকি দু'জন হলেন (সম্ভাব্য) - কোরাঝড় জেলার বাসিন্দা সর্প বর্মন (৪৬) এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা সঞ্জিত সরকার (৩৫)।

পরবর্তী খবর

Latest News

ওরা ঘরে বাঘ, বাইরে… এবারে ভারতকে হারাব! টেস্ট সিরিজের আগে হুঙ্কার ইংরেজ তারকার সিকান্দর নিয়ে চড়ছে পারদ! কবে মুক্তি পাচ্ছে সলমনের ছবি? কী আপডেট দিলেন ভাইজান? বাড়ল সুশান্তের ম্যানেজারের বাড়ির নিরাপত্তা!হাইকোর্টে কী আবেদন করলেন দিশার বাবা দিল্লিতে TMCর হাত ধরেই চলবে কংগ্রেস, প্রদেশ নেতৃত্বকে স্পষ্ট করল হাইকম্যান্ড গাজায় অব্যাহত স্থল অভিযান, ফের নেটজারিম করিডরের নিয়ন্ত্রণ নিল ইজরায়েলি সেনা ‘শান্তির এত কাছে আগে আসা যায়নি’, জেলেনস্কি, পুতিনের বক্তব্যের পর সরব US বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী? ধেয়ে আসছে কালবৈশাখী? কখন নামতে পারে বৃষ্টি? আজ সারা দিনের আবহাওয়া কেমন থাকবে 'কত পরিশ্রম করি বোঝেন না, ভাবেন প্রেম করি', কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইশা? IPL 2025এ বড় নজিরের সামনে জাদেজা, যা ধোনি-বিরাটেরও নেই! প্রথম ক্রিকেটার হিসেবে…

IPL 2025 News in Bangla

রজতের উপর পাহাড় প্রমাণ চাপ,মিডল অর্ডার নিয়ে প্রশ্ন,RCB-র শক্তি,দুর্বলতাগুলো কি? বিরাটের আপত্তিকে পাত্তা দিচ্ছে না BCCI! বহাল থাকছে পরিবার থেকে দূরে থাকার SOP ভিডিয়ো: MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! বলিউড তারকাদেরও হার মানালেন রোহিত দায়বদ্ধতার মূর্ত প্রতীক! ইলেকট্রিক হুইলচেয়ারে রাজস্থানের অনুশীলনে কোচ দ্রাবিড় ভিডিয়ো: ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান! IPL 2025 শুরুর আগেই গর্জে উঠল রিয়ান পরাগের ব্যাট RR Possible First XI: টপ অর্ডারে ৫ ভারতীয়! ঘরের ছেলেদের উপরই বাজি ধরবে রাজস্থান RR SWOT Analysis: IPL 2025-এ সঞ্জুদের মাথা ব্যথার কারণ কী? রাজস্থানের শক্তি কী? KKR Unplugged ইভেন্টে গান ব্র্যাভোর গলায়! কোচকে কি শেখাতে চান মেন্টর? PBKS Possible XI: শ্রেয়স নামবেন তিনে, সম্ভাব্য একাদশ থেকে পর্দা তুললেন শশাঙ্ক PBKS SWOT Analysis: বদলাবে কি পঞ্জাবের ব্যর্থতার ছবি? দলের শক্তি ও দুর্বলতা কী?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.