মাঝ-সমুদ্রের দুর্ঘটনায় প্রাণ গেল দুই মৎস্যজীবীর। দুর্ঘটনা ঘটার পর বেশ কিছুদিন নিখোঁজ থাকলেও অবশেষে তাঁদের দেহ উদ্ধার করা হল। বৃহস্পতিবার সেই দেহ দু'টি উদ্ধার করে ভারতীয় নৌসেনা।
উল্লেখ্য, যে দুর্ঘটনার কথা এখানে বলা হচ্ছে, সেটি ঘটেছিল গত ২১ নভেম্বর। আরব সাগরে মাছ ধরার সময় ভারতীয় নৌবাহিনীর একটি ডুবোজাহাজের সঙ্গে ধাক্কা লাগে মৎস্যজীবীদের একটি নৌকার। ঘটনাটি ঘটে গোয়া-মহারারাষ্ট্রের সীমান্ত লাগোয়া উপকূলীয় অঞ্চলে।
স্বাভাবিকভাবেই সাবমেরিনের সঙ্গে ধাক্কা লাগার ফলে মৎস্যজীবীদের নৌকাটির মারাত্মক ক্ষতি হয়। সেই সময় থেকেই নিখোঁজ ছিলেন ওই নৌকায় সওয়ার দুই মৎস্যজীবী। শেষমেশ বৃহস্পতিবার তাঁদের দেহের সন্ধান পাওয়া যায় এবং নৌবাহিনীর সদস্যরা দেহ দু'টি উদ্ধার করেন।
এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, যৌথ অভিযান চালিয়ে ওই দেহ দু'টি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নৌবাহিনীকে সাহায্য করেছে ওএনজিসি কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে।
নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, গত ২১ নভেম্বর যখন তাদের সাবমেরিনের সঙ্গে মৎস্যজীবীদের ওই নৌকাটির ধাক্কা লাগে, তখন সেই নৌকায় মোট ১৩ জন সওয়ার ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনকে সেদিনই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও দুই মৎস্যজীবী তলিয়ে যান। তাঁদের মাছ ধরার নৌকাটিও সমুদ্রের গভীরে ডুবে যায়।
এই ঘটনার পর থেকেই ওই দুই মৎস্যজীবীর খোঁজে সংশ্লিষ্ট এলাকায় লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। কিন্তু, বহু চেষ্টার পরেও ওই দু'জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।
নৌবাহিনীর ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'ওই দুই মৎস্যজীবীর খোঁজে ভারতীয় নৌবাহিনী ও উপকূল রক্ষীবাহিনীর সদস্যরা লাগাতার এক সপ্তাহ ধরে তল্লাশি অভিযান চালিয়ে গিয়েছেন। যার জেরে পরবর্তীতে মৎস্যজীবীদের ডুবে যাওয়া নৌকাটির ধ্বংস্তূপের খোঁজ পাওয়া যায়।'
নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সমুদ্রের তলদেশে ঠিক যে জায়গায় দুর্ঘটনাগ্রস্ত মাছ ধরার নৌকাটির ধ্বংসস্তূপটি খুঁজে পাওয়া গিয়েছিল, সেখানে লাগাতার তল্লাশি চালানো হয়। ফলত, সেই ধ্বংসস্তূপের কাছেই পরবর্তীতে নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ পড়ে থাকতে দেখা যায়।
তারপর ওএনজিসি কর্তৃপক্ষের সহযোগিতায় ওই জায়গা থেকে দুই মৎস্যজীবীর দেহ তুলে আনা হয়। এবার যাতে সেগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া যায়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সারা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়টি দেখছে।
প্রসঙ্গত, যে মাছ ধরার নৌকাটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটির নাম 'মনোরমা'। নৌবাহিনীর পেশ করা তথ্য বলছে, উত্তর-পশ্চিম গোয়ার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে তাদের ডুবোজাহাজের সঙ্গে মনোরমার ধাক্কা লাগে।