অফিসের মধ্যে কর্মরত অবস্থায় মারা গেলেন এইচসিএল টেকনোলজি লিমিটেডের একজন সিনিয়র অ্যানালিস্ট। অফিসের ওয়াশরুমে অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘটনা ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সংস্থার নাগপুর অফিসে। মৃত অ্যানালিস্টের নাম নিতিন এডউইন মাইকেল (৪০)।
আরও পড়ুন: বুকে ব্যাথা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, ডাক্তারের সামনেই হৃদরোগে মৃত্যু যুবকের
জানা গিয়েছে, কর্মীদের একজন মাইকেলকে ওয়াশরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনায় শোরগোল পড়ে যায় অফিসে। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে সংস্থার স্বাস্থ্যকেন্দ্রে জরুরি চিকিৎসা করা হয়। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস নাগপুরে। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে স্থানীয় পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং ঘটনার আশেপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার ফলেই মাইকেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মাইকেলের পরিবারে রয়েছে তাঁর স্ত্রী এবং একটি ৬ বছরের ছেলে। তাঁর মৃত্যুতে এইচসিএলটেকের তরফে বিবৃতি জারি করে শোক প্রকাশ করা হয়েছে। এইচসিএলটেক মাইকেলের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। মাইকেলের মৃত্যুতে খুব ক্ষতি হল।’ সংস্থার তরফে মাইকেলের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই সংস্থার তরফে জানানো হয়, ক্যাম্পাসের স্বাস্থ্য কেন্দ্রে কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এইচসিএলটেকের মুখপাত্র বলেছেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং একটি দুঃখজনক ক্ষতি। আমরা মৃত কর্মচারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছি। এই ঘটনায়, মাইকেলকে ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রে জরুরি চিকিৎসা প্রদান করা হয় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের কর্মীদের সুস্থতা আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকারের বিষয়। এইচসিএলটেক তার সমস্ত কর্মী এবং তাদের পরিবারের জন্য ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা সহ স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করে থাকে।