বাংলা নিউজ > ঘরে বাইরে > Live-in Partner Murdered: শ্রদ্ধাকাণ্ডের ছায়া মহারাষ্ট্রের থানেতে, লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ কাটল ব্যক্তি

Live-in Partner Murdered: শ্রদ্ধাকাণ্ডের ছায়া মহারাষ্ট্রের থানেতে, লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ কাটল ব্যক্তি

মহারাষ্ট্রের থানে-তে পার্টনারকে খুন করে দেহাংশ কেটে বাড়িতে রেখে দিয়েছিল এই ব্যক্তি

মৃত লিভ-ইন পার্টনারের নাম সরস্বতী বৈদ্য। তাঁর বয়স ছিল ৩৬ বছর। তিনি ৫৬ বছর বয়সি মনোজ সাহানির সঙ্গে থাকতেন থানের এক আবাসবনে। বিগত তিনবছর ধরে একসঙ্গে থানের এক আবাসনে ভাড়া থাকতেন তারা। 

গতবছরে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। বুধবার মহারাষ্ট্রের থানেতে সেই স্মৃতি ফিরে এল আরও একবার। নিজের লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে বাড়িতেই রেখে দিয়েছিল এক ব্যক্তি। শেষ পর্যন্ত গতকাল সেই ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মৃত লিভ-ইন পার্টনারের নাম সরস্বতী বৈদ্য। তাঁর বয়স ছিল ৩৬ বছর। তিনি ৫৬ বছর বয়সি মনোজ সাহানির সঙ্গে থাকতেন থানের এক আবাসবনে। বিগত তিনবছর ধরে সেই একই আবাসনে ভাড়া থাকতেন সেই দম্পতি। নয়া নগর পুলিশ থানার অন্তর্গত ছিল সেই আবাসন। বেশ কিছুদিন ধরেই সরস্বতীকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। এদিকে তাদের ফ্ল্যাট থেকে বিশ্রী দুর্গন্ধ পাচ্ছিলেন তারা। শেষে থাকতে না পেরে পুলিশে খবর দেন স্থানীয়রাই। পুলিশ এসে দেখে, সরস্বতীকে খুন করা হয়েছে।

তদন্তকারীরা ফ্ল্যাটে ঢউকে দেখেন এক মহিলার দেহ কেটে রাখা আছে সেখানে। সেই দেহ পচতে শুরু করেছিল। তাই দুর্গন্ধ বেরোচ্ছিল। জানা যায়, যার দেহ সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়, তিনি সেখানকারই বাসিন্দা। নাম সরস্বতী বৈদ্য। এরপরই সরস্বতীকে খুন করার অভিযোগে তার পার্টনার মনোজ সাহানিকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মনোজ এবং সরস্বতী এই ফ্ল্যাটে বিগত তিনবছর ধরে ভাড়া থাকতেন। এদিকে কেন নিজের প্রেমিকাকে মনোজ খুন করেছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্তকারীরা ধৃত ব্যক্তিকে জেরা করছেন এবং এই ঘটনার যাবতীয় তথ্য জানার চেষ্টা করছেন।

জানা গিয়েছে, পুলিশ আবাসনের সাততলায় অবস্থাত মনোজদের ফ্ল্যাটে পৌঁছায় গতকাল। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটি মহিলার মৃতদেহ পচাগলা অবস্থায় আছে সেখানে। বিশ্রী দুর্গন্ধ সেখানে। মৃতদেহের বেশ কয়েক টুকরো করা হয়েছে। মুম্বইয়ের ডেপুটি কমিশনার জয়ন্ত বাজবেলে জানান, খুবই নৃশংস ভাবে খুন করা হয়েছে সেই মহিলাকে। তবে তিনি জানান, খুনের কারণ এখনও জানা যায়নি। তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন বলে জনান ডিসিপি। তিনি বলেন, 'পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। আমরা শ্রীমতি বৈদ্যের জন্য ন্যায়বিচার খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনসাধারণকে আমাদের তদন্তে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কেস সংক্রান্ত যেকোনও তথ্য যদি তাদের কাছে থেকে থাকে, তাহলে যেন তারা পুলিশকে তা জানায়।' উল্লেখ্য, এই ঘটনা প্রকাশ্যে আসতেই দিল্লির শ্রদ্ধাকাণ্ডের সঙ্গে এর তুলনা শুরু হয়। প্রসঙ্গত, শ্রদ্ধাকে দিল্লিতে খুন করা হলেও তিনিও মুম্বইয়েরই বাসিন্দা ছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.