বাংলা নিউজ > ঘরে বাইরে > Bomb threatening: হিমন্তের বাসভবনের সামনে সহ ২৪টি জায়গায় বোমা! হুমকি দিল আলফা, আতঙ্ক অসমে

Bomb threatening: হিমন্তের বাসভবনের সামনে সহ ২৪টি জায়গায় বোমা! হুমকি দিল আলফা, আতঙ্ক অসমে

হিমন্তের বাসভবনের সামনে সহ ২৪টি জায়গায় বোমা! হুমকি দিল আলফা, হুলুস্থুল অসমে (PTI)

এরপরেই আলফা (আই) একটি বিবৃতি জারি করে জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বোমা বিস্ফোরণ হয়নি। সংগঠনের তরফে পিটিআই সহ বিভিন্ন সংবাদ মাধ্যমকে এই মর্মে একটি ইমেল পাঠানো হয়েছে। কোথায় কোথায় বোমা রাখা হয়েছে সেই বিবৃতিতে তার তালিকা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল দেশজুড়ে। তারমইধ্যে হুলুস্থুল পড়ে গেল গোটা অসমে। নিষিদ্ধ সংগঠনের তরফে বোমার হুমকি পেয়েই তোলপাড় পরে যায় রাজ্যের প্রশাসনিক মহলে। রাজ্যের ২৪ জায়গায় বোমা রাখা হয়েছে বলে হুমকি দেয় নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমম (আলফা-ইন্ডিপেনডেন্ট)। সেই হুমকি পাওয়ার পরই অসমজুড়ে চিরুনি তল্লাশি চালায় পুলিশ ও বম্ব স্কোয়াড। যদিও শেষমেষ কোথাও বোমা পাওয়া যায়নি। তবে এরপরেও সংগঠনের তরফে পালটা বোমা রাখার জোর দাবি করা হয়।

আরও পড়ুন: রাস্তার পাশে ডাস্টবিন রাখার অভিযোগে সাফাইকর্মীর বাড়িতে বোমা, জখম শিশু সহ ৪

জানা গিয়েছে, এরপরেই আলফা (আই) একটি বিবৃতি জারি করে জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বোমা বিস্ফোরণ হয়নি। সংগঠনের তরফে পিটিআই-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমকে এই মর্মে একটি ইমেল পাঠানো হয়। কোথায় কোথায় বোমা রাখা হয়েছে, সেই বিবৃতিতে তার তালিকা পাঠানো হয়। যার মধ্যে নির্দিষ্টভাবে ১৯ জায়গার তালিকা জানানো হয়। এছাড়াও পাঁচটি অতিরিক্ত জায়গায় কথা উল্লেখ করা হয়েছে। বোমা নিষ্ক্রিয় করতে জনসাধারণের কাছে সহায়তার জন্য আবেদন করেছে প্রশাসন।

জানা গিয়েছে, ওই সমস্ত স্থানে বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড, মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ মোতায়েন-সহ নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযানে নেমে পড়ে। যদিও কোনও বোমা উদ্ধার করা হয়নি। তবে নগাঁও, লখিমপুর এবং শিবসাগরের স্থানীয় পুলিশ কিছু জায়গায় বোমার মতো কিছু পদার্থ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে৷ 

জানা গিয়েছে, এই জায়গাগুলির মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য মন্ত্রীদের বাসভবনের কাছে একটি খোলা মাঠ-সহ গুয়াহাটির ৮টি স্থান, সেইসঙ্গে সেনা ছাউনির দিকে সাতগাঁও রাস্তা, আশ্রম রোড, পানবাজার, জোরাবত, ভেটাপাড়া, মালিগাঁও এবং রাজগড়ের মতো জায়গাগুলিতে বোমা রাখার কথা জানানো হয়। হুমকিতে অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে শিবসাগর, ডিব্রুগড়, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, তামুলপুর, তিনসুকিয়া এবং গোলাঘাটেও বোমা রাখার কথা জানানো হয়।

এরপরই পুলিশ ওই এলাকাগুলি চিহ্নিত করে আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। সিনিয়র আধিকারিকরা সক্রিয়ভাবে অনুসন্ধান অভিযানগুলি খতিয়ে দেখছেন। নিরাপত্তা বাহিনী মানুষদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাকে কেন্দ্র করে  উত্তেজনা ছড়ায়।

পরবর্তী খবর

Latest News

'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.