লকডাউনের মধ্যে পার্টি বিতর্কে কি সিংহাসন খোয়াতে চলেছেন বরিস জনসন? সোমবার রাতে সেই উত্তর মিলবে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আজই আস্থা ভোটের মুখোমুখি হতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসন। ভারতীয় সময় অনুযায়ী, রাত ১০ টা ৩০ মিনিট থেকে ভোট-পর্ব শুরু হবে।
করোনাভাইরাস রুখতে লকডাউনের সময় 'পার্টিগেট' বিতর্কের জেরে সরকারের উপর বরিসের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দল কনভারভেটিভ পার্টির আইনপ্রণেতারা। এমনকী প্রাক্তন প্রতিমন্ত্রী জেসে নরম্যান দাবি করেন, জনসন ব্রিটেনের মসনদে থেকে ভোটার এবং দলকে অপমান করেছেন। যে নরম্যান ২০১৯ সাল থেকে ২০২১ সাল অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। যে ব্রিটেন এখন মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। দাম বাড়ছে জিনিসপত্রের।
আরও পড়ুন: করোনা বিধি ভেঙে পার্টি করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, জরিমানা করতে চায় পুলিশ
সেই পরিস্থিতিতে কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্র্যাডি জানিয়েছেন, দলের নেতার বিরুদ্ধে আস্থা ভোটের জন্য যে ১৫ শতাংশের যে মাপকাঠি আছে, তা অতিক্রম করে গিয়েছে। যে কমিটি কনজারভেটিভ পার্টির সাধারণ আইনপ্রণেতার প্রতিনিধিত্ব করে থাকে। ব্র্যাডি জানিয়েছেন, বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে (ভারতীয় সময় অনুযায়ী, রাত ১০ টা ৩০ মিনিট থেকে রাত ১২ টা ৩০ মিনিট) সেই ভোট-পর্ব চলবে।