বাংলা নিউজ > ঘরে বাইরে > Boris Johnson in HTLS 2022: ‘জিনপিংয়ের পাঙ্ক পুতিন’, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হার নিয়ে ভবিষ্যদ্বাণী বরিস জনসনের

Boris Johnson in HTLS 2022: ‘জিনপিংয়ের পাঙ্ক পুতিন’, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হার নিয়ে ভবিষ্যদ্বাণী বরিস জনসনের

বরিস জনসন (ইউটিউব/হিন্দুস্তান টাইমস)

জনসন বলেন, ‘যুদ্ধের আগে পুতিন মাত্র একজনের সঙ্গেই পরামর্শ করেছিলেন। বেজিং অলিম্পিকের সময় সেই সংক্রান্ত সবুজ সংকেত পেয়েছিলেন তিনি। আদতে তিনি (ভ্লাদিমির পুতিন) শি জিনপিংয়ের পাঙ্ক (অকর্মণ্য ব্যক্তি)।’

হিন্দুস্তান টাইমসের শীর্ষ সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়ে ইউক্রেন যুদ্ধের জন্য ভ্লাদিমির পুতিনকে তোপ দাগলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি তিনি আরও ভবিষ্যদ্বাণী করেন যে ইউক্রেনে পুতিনের বাহিনী হেরে যাবেন। জনসন বলেন, ‘যুদ্ধের আগে পুতিন মাত্র একজনের সঙ্গেই পরামর্শ করেছিলেন। বেজিং অলিম্পিকের সময় সেই সংক্রান্ত সবুজ সংকেত পেয়েছিলেন তিনি। আদতে তিনি (ভ্লাদিমির পুতিন) শি জিনপিংয়ের পাঙ্ক (অকর্মণ্য ব্যক্তি)।’

এদিকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পুতিনের যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক রপ্তানির ক্ষেত্রে প্রভাব ফেলবে। আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে যে উত্তেজনা দেখছি এবং দক্ষিণ চিন সাগরে, ইউক্রেন বা তাইওয়ানে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে .. অর্থনৈতিক এবং যৌথ স্থিতিশীলতার জন্য আমাদের দুই গণতন্ত্রকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে বরিস বলেন, ‘ইউক্রেনে পুতিন হারবেন। তবে এই যুদ্ধের কারণে রাশিয়া দুর্বল হবে এবং চিন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।’ বরিসের কথায়, ‘লোকেরা মনে করে যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাইছিল এবং তাই পুতিন সামরিকভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন। এটা বাজে কথা। পুরো ভুয়ো। পুতিন মনেই করেন না যে ইউক্রেন একটি স্বাধীন দেশ। তাঁর লেখা প্রতিবেদনে সেই বিষয়ে তিনি স্পষ্ট ধারণা তুলে ধরেছেন। এই কারণেই তিনি এই যুদ্ধ শুরু করেন।’ পুতিনকে নিয়ে বরিস আরও বলেন, ‘আমার মনে হয় পুতিনের হার নিয়ে আমাদের ভাবতে হবে না। তিনি নিজে মিথ্যা প্রচারের মাস্টার।’ 

 

 

 

 

 

 

বন্ধ করুন