বাংলা নিউজ > ঘরে বাইরে > ছাঁটাইয়ের পরেও মেসেজ করে কাজের আপডেট চাইলেন বস! মোক্ষম জবাব কর্মীর

ছাঁটাইয়ের পরেও মেসেজ করে কাজের আপডেট চাইলেন বস! মোক্ষম জবাব কর্মীর

ফাইল ছবি: পেক্সেলস (pexels)

'আমি এখনও বিস্ময়ের ঘোর কাটাতে পারছি না,' লিখেছেন স্কুটারবব নামের ওই রেডিট ব্যবহারকারী। বসের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির প্রাক্তন বস তাঁকে ইনভেন্টরির আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করছেন।

আগেকার দিনে সমস্যা হলে মানুষ বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন। আর সেটা করে মনে ভার হ্রাস হত। এখনও সময় খুব একটা বদলায়নি। সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে বন্ধুদের সঙ্গে জীবনের বিভিন্ন সমস্যা শেয়ার করেন অনেকে। সম্প্রতি রেডিটে এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তারপরেই সেই বস নাকি আবার সেই কর্মীর থেকেই কাজের আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন।

'আমি এখনও বিস্ময়ের ঘোর কাটাতে পারছি না,' লিখেছেন স্কুটারবব নামের ওই রেডিট ব্যবহারকারী। বসের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির প্রাক্তন বস তাঁকে ইনভেন্টরির আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করছেন। স্বাভাবিকভাবেই ওই 'প্রাক্তন' কর্মী কার্যতই বিভ্রান্ত হয়ে যান। তখন ফের প্রাক্তন বসের কাছে জানতে চান, তাঁকে আদৌ চাকরি থেকে বহিস্কার করা হয়েছে কিনা। এরপরেই, ওই বস জবাব দেন, 'হ্যাঁ, কিন্তু আপনিই ইনভেন্টরি করেছেন। রবিবার একটি অর্ডার রেডি করেছেন।'

এরপরেই রেগে যান ওই ব্যক্তি। প্রাক্তন বসের উপর প্রচন্ড খাপ্পা হয়ে যান তিনি। উত্তরে বলেন, ‘আপনার সুবুদ্ধি হোক। এভাবে কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। এবং তারপরেও এভাবে তাঁদের চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করতে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে যাবেন না।’

বস এতে আরও রেগে গিয়ে বলেন, ২৫ বছর ধরে কিচেনে কাজ করছি। আমি আরও পেশাদার ব্যবহার আশা করেছিলাম। এর উত্তরে ওই ব্যক্তি বলেন, ২৫ বছরে আমিও এমন কোনও বস দেখিনি যে ছাঁটাই করে তারপর ফের কাজের বিষয়ে জানতে চায়।

পোস্টটি বেশ কয়েক মাস আগে শেয়ার করা হয়েছিল। পোস্টের পর থেকে এতে এক লাখের বেশি লাইক পড়েছে। পোস্টে অনেকে কমেন্টও করেছেন।

কেউ লিখেছেন, 'আপনাকে বরখাস্ত করা হল। এবার কাজে ফিরুন।' আবার দ্বিতীয় একজন বলেছেন, 'অনেক সময়ে কাজ সঠিকভাবে বুঝে না নিয়েই এভাবে কর্মীদের ছাঁটাই করে দেয়।' অনেকে আবার বলেন, 'আপনাকে চাকরি থেকেই বরখাস্ত করে দিয়েছেন, এমন কারও সঙ্গে প্রফেশনাল ব্যবহার করা খুব কঠিন।' আবার কেউ লিখেছেন, 'আপনার এই প্রতিক্রিয়াটি খুবই স্বাভাবিক একটি বিষয়। একেবারে সরাসরি কথা, কোনও ঘোরপ্যাঁচ নয়।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

বর্ষার কারণে মুম্বই থেকে সরল ইরানি কাপ, অনুষ্ঠিত হবে লখনউয়ে প্রতিপক্ষকে সস্তায় গুটিয়ে ১৩ বলে ম্যাচ জয়, শুরু হয়েই শেষ আন্তর্জাতিক T20 ম্যাচ চিনারা চিহ্ন এঁকে গেলেই ওদের জমি হয়ে যায় না, ভূখণ্ড দখলের দাবি খারিজ রিজিজুর ‘কত মাইনে দেবে?’ ‘কিপটে’ বাবার আবদার শুনেই টাকা চেয়ে বসল চাঙ্কি-কন্যা অনন্যা! সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না CBI! RG কর মামলায় জুটল আদালতের ভর্ৎসনাও একদা সুযোগ পাননি রাজ্যের দলেও, যশের যাত্রার কথা বললেন গর্বিত বাবা মা কি মিথ্যা বলবেন-বিজেপি শিখিয়ে দেওয়ার কথা বলতেই ফোঁস করে উঠলেন দেবাংশু উৎসবে কি ফিরছেন বাঙালিরা? দুর্গাপুজোর এক মাস আগে কী বলছেন পোশাক বিক্রেতারা বিজেপি নেতার ছেলের বিলাসবহুল গাড়ি পিষে দিল রাজপথে, পরপর ধাক্কা! আহত ২জন মুখ্যমন্ত্রীকে সংবিধানের ১৬৭ অনুচ্ছেদ মনে করালেন রাজ্যপাল, রাতেই পৌঁছল বার্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.