দীবালির উৎসবে বিষাদের সুর। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় বৈদ্যুতিন সামগ্রী নির্মাণকারী সংস্থা বিপিএল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা টি পি গোপালন নাম্বিয়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
এদিন এই শিল্পপতির পরিবারের তরফ থেকে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্য়ে আনা হয়। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
প্রয়াত টি পি গোপালন নাম্বিয়ারের পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না প্রবীণ শিল্পপতির। শেষমেশ বৃহস্পতিবার সকালে ইহলোক ত্যাগ করেন তিনি।
তাঁর পরিবারের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাম্বিয়ার। বাসভবনেই তাঁর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় শিল্প মহলে টি পি গোপালন নাম্বিয়ার অধিক পরিচিত ছিলেন, টিপিজি নামে। তিনি বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের শ্বশুর।
তাঁর মৃত্যুর এই খবরে শোকে মূহ্যমান হয়ে পড়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
তাঁর এক্স হ্যান্ডেলে ইয়েদুরাপ্পা লেখেন, ‘আইকনিক বিপিএল ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা শ্রী টিপিজি নাম্বিয়ারের প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠতা ছিল। শ্রী নাম্বিয়ারের অসাধারণ অবদান এবং ঐতিহ্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’
প্রবীণ এই শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তাঁর এক্স হ্য়ান্ডেলে নাম্বিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন মোদী।
তিনি লেখেন, 'শ্রী টিপিজি নাম্বিয়ারজি একজন অগ্রজ আবিষ্কারক এবং শিল্পপতি ছিলেন। ভারত যাতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তা নিশ্চিত করতে তাঁর অশেষ অবদান ছিল। তাঁর প্রয়াণের খবরে আমি শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই।'
একইভাবে প্রয়াত শিল্পপতির পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। তাঁর এক্স অ্যাকাউন্টের পোস্টে শশী লেখেন, 'শ্রী টিপিজি নাম্বিয়ারের প্রয়াণের খবর শুনে আমি ব্যথিত।'
শশীর মতে, নাম্বিয়ার কেবলমাত্র একজন শিল্পপতি ছিলেন। বরং, ভারতের বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণের বাজারে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৬১ সালে তিনি পলক্কড়ে অবস্থিত ব্রিটিশ ফিজিক্যাল ল্য়াবরেটরিজ অধিগ্রহণ করেন এবং তার নাম বদলে রাখেন বিপিএল লিমিটেড।
তাঁর এই পদক্ষেপ ভারতীয় শিল্প জগৎ ও অর্থনীতিকে এক যুগান্তকারী পথে এগিয়ে নিয়ে যায়। শশী থারুর নাম্বিয়ারের এই অবদানকে কুর্নিশ জানিয়েছেন। তাঁর মতে, নাম্বিয়ার চিরকাল অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে বর্তমান থাকবেন।