বাংলা নিউজ > ঘরে বাইরে > BR Ambedkar Statue Vandalized: তামিলনাড়ুর গ্রামে ভাঙা হল বাবা আম্বেদকরের মূর্তি, বিক্ষোভ দেখালেন দলিতরা

BR Ambedkar Statue Vandalized: তামিলনাড়ুর গ্রামে ভাঙা হল বাবা আম্বেদকরের মূর্তি, বিক্ষোভ দেখালেন দলিতরা

তামিলনাড়ুর গ্রামে ভাঙা হল বাবাসাহেব আম্বেদকরের মূর্তি

সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান যে আম্বেদকরের মূর্তিটি ভাঙচুর করা হয়েছে। মূর্তির কপাল, নাক ভাঙা ছিল। একটি আঙুলও ভাঙা ছিল মূর্তিটির। এরপরই স্থানীয়রা পুলিশকে এই নিয়ে অভিযোগ জানায়। 

তামিলনাড়ুতে চেন্নাইয়ের কাছে নেদুভরমবক্কম নামক এক গ্রামে বিআর আম্বেদকরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান যে আম্বেদকরের মূর্তিটি ভাঙচুর করা হয়েছে। মূর্তির কপাল, নাক ভাঙা ছিল। একটি আঙুলও ভাঙা ছিল মূর্তিটির। এরপরই স্থানীয়রা পুলিশকে ঘটনাটি সম্পর্কে অবগত করে। এরপর ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে শোয়ালায়ার থানার পুলিশ।

এদিকে ঘটনার পর থেকেই গ্রামের পরিস্থিতি থমথমে। এদিকে ঘটনার কথা জানাজানি হয় পাশের গ্রামেও। এরপরই প্রচুর সংখ্যক দলিত, এবং সমাজকর্মীরা সেই গ্রামে ভিড় করে। মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন শুরু হয় সেখানে। দলিত রাজনৈতিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচি বা ভিসিকের কর্মী, সমর্থকরা গ্রামে পৌঁছে যান।

সংবাদসংস্থা আইএএনএসকে ভিসিকে নেতা আর সুকুমরন বলেন, 'দলিত সমাজের গর্বে আঘাত হানতে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। এভাবে মূর্তি ভাঙার ঘটনা থেকেই তা স্পষ্ট। পরিস্থিতি কোথায় যাচ্ছে, তার প্রমাণ এই ঘটনা। দলিতদের উন্নয়নের একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল ডঃ আম্বেদকরের। তাঁর মূর্তি ভেঙে দলিতদের স্পষ্ট বার্তা পাঠানো হচ্ছে। এই আবহে আমরা নীরবে বসে এই সব দেখতে থাকতে পারি না। আমরা এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন জারি রাখব।'

সম্প্রতি, তামিলনাড়ুর পুডুকোট্টাই জেলায় ভেঙ্গাইল গ্রামে দলিতদের সঙ্গে সাম্প্রদায়িক হিংসার অভিযোগ উঠেছিল। সেই গ্রামে মন্দিরে দলিতদের প্রবেশের বিরোধিতা করেছিল উচ্চ বর্ণের বাসিন্দারা। এরপর সেই জেলার ডিএম এবং এসপি দাঁড়িয়ে থেকে দলিতদের মন্দিরে প্রবেশ করিয়েছিলেন। এদিকে এরপরই দলিতদের জন্য নির্দিষ্ট জলের ট্যাঙ্কে মানুষের মল পাওয়া গিয়েছিল। যার জেরে বেশ কিছু দলিত শিশু অসুস্থ হয়ে পড়েছিল। এই ঘটনায় গোটা দেশ হতবাক হেয় গিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছিল, সেই গ্রামে বর্ণবিদ্বেষ এতটাই যে চায়ের দোকানে দলিত এবং উচ্চ বর্ণের লোকেদের জন্য চায়ের কাপও আলাদা ছিল।

 

বন্ধ করুন