হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে তৃতীয়বারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নির্বাচনে বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারো পান ৪৯.১ শতাংশ ভোট। এদিকে জয়ী লুলা পান ৫০.৯ শতাংশ ভোট। ব্রাজিলে এই প্রথম কোনও প্রার্থী প্রেসিডেন্ট থাকাকালীন নির্বাচনে হেরে গেলেন। এদিকে নির্বাচনের বহু আগে থেকেই ব্রাজিলের ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমের বিরুদ্ধে সরব হয়েছিলেন বলসোনারো।
এদিকে এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। এরপর ২০১৮ সালে দুর্নীতির দায়ে জেলবন্দি হয়েছিলেন লুলা। যদিও পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করা যায়নি। এর জেরে গত নির্বাচনে অংশ নিতে পারেননি লুলা। তবে ২০২২ সালে তিনি নির্বাচনে জিতে শুধুমাত্র ঘুরেই দাঁড়ালেন না বরং দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন। এদিকে লুলা এবং বলসোনারো দুই মেরুর রাজনীতিবিদ। বলসোনারো যেদিকে দক্ষিণপন্থী কট্টরপন্থী অপরদিকে লুলা হলেন বামপন্থী। অবশ্য করোনাকালে দেশের পরিস্থিতি সামাল না দিতে পারায় এবং পরিবেশের ক্ষতি হওয়ায় বলসোনারোর বিরুদ্ধে জনমত তৈরি হয়েছিল ব্রাজিলে। নির্বাচনে জিতে লুলা বলেন, ‘ব্রাজিল আবার ফিরে এসেছে।’
২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটে লুলা পান ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বলসোনারো পান ৪৩ দশমিক ৩ শতাংশ। তবে নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি হতে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পেতে হয়। এই আবহে দ্বিতীয় পর্বের ‘রানঅফ’-এ মুখোমুখি হন লুলা এবং বলসোনারো। সেই রানঅফ-এ জিতে যান লুলা। তবে দুই নেতার মধ্যে হাড্ডাহাড্ডা লড়াই ছিল। ৬৫ শতাংশ ভোট গণণা পর্যন্ত দুজন সমান সমান ছিলেন। ৭০ শতাংশ ভোট গণনা পর্যন্ত লুলা এগিয়ে যান। এরপর থেকে ব্যবধান ধরে রেখে শেষ হাসি হাসেন লুলা।